মৌলিক বল

1 3
Avatar for alma45
Written by
3 years ago

এই যে আমরা হাঁটি-দৌড়াই বা বসে থাকি, টান দিয়ে দরজা খুলি বা ধাককা দিয়ে চেয়ার সরিয়ে ফেলি- দৈনন্দিন জীবনের এরকম অজস্র ঘটনা বিশেষণ করলে আমরা দেখতে পাবাে, সবগুলাে ঘটনার সঙ্গেই কোনাে না কোনাে ধরনের বল (force) যুক্ত আছে। হয় আমরা বল প্রয়োগ করছি অথবা আমাদের ওপর বল প্রযুক্ত হচ্ছে। এই যে ধাক্কা দেয়া (push) বা টান মারা

(pull) এই ধরনের বলগুলাে আমরা নিজেরাই তৈরি করি বলে ভেবে থাকি এবং এগুলাে পরিমাপ করার পদ্ধতিও আমরা জানি। নিউটনের বিখ্যাত বলের সূত্র থেকে সহজেই এই ধরনের বল পরিমাপ করা যায়। এক কেজি ভরের কোনাে স্থির বস্তুকে ধাক্কা দিয়ে (অর্থাৎ বল প্রয়ােগ করে) চলমান করলে যদি ত্বরণের পরিমাণ এক মিটার/সেকেন্ড হয় তাহলে ওই ধাক্কা-বলের

পরিমাণ আসলে এক নিউটন (নিউটন হলাে বলের একক)। এসব আমরা বেশ ছােটবেলাতেই শিখে ফেলি। শিখি আসলে অনেক কিছুই, কিন্তু বিষয়গুলাে নিয়ে বাড়তি ভাবাভাবির কষ্ট খুব একটা করতে চাই না ।আমরা আসলে এক শক্তি-সমুদ্রে বাস করি। কত ধরনের শক্তি নিয়ে যে আমরা খেলা করি বা শক্তিগুলাে

আমাদের নিয়ে খেলা করে তার ইয়ত্তা নেই। একইভাবে বলা যায় আমরা যা-ই করি না কেন, প্রকৃতির চারটি মৌলিক বল আমাদের সমস্ত কর্মকান্ড নিয়ন্ত্রণ করে আমাদের অজান্তেই। এই চারটি বলের কথা বিজ্ঞানের ছাত্ররা তাে জানেনই, জানেন অন্য অনেকেই। নামগুলাে দেখুন, পরিচিত লাগে কি না-

মহাকর্ষ বল (gravitational force),

বিদ্যুৎ-চৌম্বকীয় বল (electromagnetic force),

সবল নিউক্লিয় বল(strong nuclear force) এবং

দুর্বল নিউক্লিয় বল (weak nuclear force)।

আমাদের দৈনন্দিন জীবনে প্রথম দুটো বল তাে সার্বক্ষণিকভাবে ওতপ্রাতভাবে জড়িয়ে থাকে, বাকি দুটোও থাকে একইরকমভাবে যদিও তাদের ভূমিকা ঠিক দৃশ্যমান নয়।

2
$ 0.02
$ 0.02 from @TheRandomRewarder

Comments