20. 10.2020 তারিখে মহাকাশ বিদ্যার ইতিহাসে একটা রোমাঞ্চকর ঘটনা ঘটেছে। এদিন সর্বপ্রথম নাসার স্পেস ক্রাফট OSIRIS-REx পৃথিবীর কাছাকাছি গ্রহাণু Bennu তে সন্ধ্যা 6 টা 12 মিনিটে অবতারণা করেছে। Bennu পৃথিবী থেকে 200 মিলিয়ন মাইল দূরে অবস্থিত। এই মিশনের মূল লক্ষ্য হলো গ্রহাণু Bennu থেকে পদার্থ সংগ্রহ করে তা দিয়ে গবেষণা করা। এরপরে আমরা সৌরজগতের আদি অবস্থার কথা জানতে পারবো। আগামী 10 দিনের মধ্যে গ্রহাণু থেকে ধূলিকণা এবং পাথর সংগ্রহ করা যাবে। 2016 সালে OSIRIS- REx মিশন পাঠানো হয়েছিল গ্রহাণু টির ভৌগলিক অবস্থান পরিমাপ করার জন্য। বর্তমান মিশন এটা আরও এগিয়ে নিয়ে যাবে। প্রসঙ্গত উল্লেখযোগ্য ঐ গ্রহাণু 1640 ফুট চওড়া। OSIRIS-REx গ্রহাণু এর একটি উপত্যকা আছে যাকে বলা হয় নাইটিঙ্গেল। সেখান থেকে স্যাম্পেল সংগ্রহ করা হবে। কারণ এই উপত্যকায় মিহি পদার্থের কণা পাওয়া যাবে যেটা মহাবিশ্বের কর্কশ পরিবেশের সাথে এখনো পরিচিতি লাভ করেনি। তবে এই কাজটা এত সহজ নয়। কারণ উপত্যকার ভৌগোলিক পরিবেশ বাধা সৃষ্টি করতে পারে। পাশাপাশি এই উপত্যকার পাশে Mount Doom আছে। এইজন্য ঐ স্পেস ক্রাফট টি যেটা 15 টা লোক বসার মত একটি ভ্যান গাড়ি মাপের সেটি বোল্ডার মুক্ত মাটিতে যাওয়ার চেষ্টা করবে। OSIRIS-REx সর্বপ্রথম এই গ্রহাণুর মাটিতে নাইট্রোজেন গ্যাস দিয়ে বিস্ফোরণ ঘটাবে। এর ফলে ধূলিকণা এবং মিহি পদার্থের গুড়ো উড়তে থাকবে যেটি স্পেস ক্রাফট তার রোবটিক বাহু দিয়ে দিয়ে সংগ্রহ করবে। এই ল্যান্ডিংয়ের ছবি আমরা 21.10 .2020 তারিখে পাব। এই মিশনের মূল লক্ষ্য হল 4 কেজি স্যাম্পেল সংগ্রহ করা। Bennu গ্রহাণু কার্বন সমৃদ্ধ জৈব পদার্থ এবং হাইড্রেটেড পদার্থ যুক্ত একটি গ্রহাণু। এটি পৃথিবী কে জীবনের প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে বাসযোগ্য করে তুলেছিল। যদি সবকিছু ঠিকঠাক হয় তবে OSIRIS-REx , 2021 সালের মার্চ মাসে Bennu কে বিদায় জানাবে। আর আমরা 2023 সালে এই স্যাম্পেল হাতে পাব।
0
8