মাটির নিচে অদ্ভুত শহর

0 4
Avatar for alma45
Written by
3 years ago

কুবার পেডি

মাটির নিচে অদ্ভুত শহর

কুবার পেডি। মাটির নিচে গোটা এক শহর লুকিয়ে আছে দক্ষিণ অস্ট্রেলিয়ায়। পৃথিবীর এক অন্যতম অস্বাভাবিক স্থান এটি। এ শহরের প্রায় ৮০% লোক মাটির নিচে বসবাস করে। তারা কাজ করেই জীবিকা নির্বাহ করে সেখানে। এ শহরটিকে খনি শিল্পের শহর বলা হয়। কুবার পেডি আসলে বর্ণালি পাথরের খনি। ১৯১৫ সালে খনিগুলো আবিষ্কারের পর এই শহরে খনি শ্রমিকদের কদর বেড়ে যায়। এখানে অনেক সুড়ঙ্গ ও চোরাইপথ রয়েছে। মাটির নিচের এ শহরে রয়েছে চার্চ, শপিং সেন্টার, আর্ট গ্যালারি, হোটেল ও অফিস। শহরে কোনো ঘাস দেখা যায় না, নেই কোনো সবুজ গাছ।

2
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder

Comments