ক্রু-১

0 8
Avatar for alma45
Written by
4 years ago

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে স্পেস এক্সের ঐতিহাসিক মিশন শেষ হতে যাচ্ছে চলতি বছরের ২ আগস্ট তারিখে।

আর মাত্র দুই সপ্তাহ পরে 'বব' এবং 'ডোগ' পৃথিবীতে অবতরণ করতে যাচ্ছে।

গত ১৭ জুলাই এজেন্সির প্রধান জিম জানান তারা ২রা আগস্টকেই বেছে নিয়েছেন 'বব' এবং 'ডোগ' কে আটলান্টিক মহাসাগরে অবতরন করানোর জন্য।

আরো জানান, সবকিছু যদি ঠিক থাকে 'বব' এবং 'ডোগ' ১লা আগস্ট আইএসএস ত্যাগ করবেন এবং একদিন পরে ভূ-পৃষ্ঠে পৌছাবেন। তবে ঠিক সময়মতো পৌছবেন কি না তা আবহাওয়া নিজেই ঠিক করে দিবে।

চলতি বছরের ৩০ মে ফ্যালকন-৯ রকেটে চরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পারি জমায় ডেমো-২। তাদের মিশনের সময়কাল এখনো অনিশ্চিত।

তবে নাসা জানিয়েছিলো, ডেমো-২ এর সময়কাল হতে পারে ১-৪ মাস। তবে এটি নির্ভর করে ক্রু ড্রাগন কেমন কাজ করছে।

২০১১ সালের জুলাইয়ের পর ডেমো-২ ই প্রথম মানববাহী ফ্লাইট, যেটি কি না মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমি থেকে উড়াল দিয়েছে।

'ডেমো-২' এর সফল অবতরণের পর আগামী ৩০ আগস্ট স্পেস এক্স তত্ত্বাবধায়নে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে 'ক্রু-১' উড়াল দিবে মহাকাশে।

1
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder

Comments