কিভাবে বুঝবেন সিলিন্ডারের মেয়াদ আছে কিনা?

0 0
Avatar for alma45
Written by
3 years ago

#মেয়াদ_উত্তীর্ণ_গ্যাস_সিলিন্ডার_ঘরে_রাখা_আর_বোমা_ঘরে_রাখা_একই_কথা:

অনেক সময় শোনা বা দেখা যায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসায় বা সিএনজি-তে বড় ধরণের দুর্ঘটনা ঘটেছে। এর জন্য একটু সচেতন হলে হয়তো দুর্ঘটনা হতে পরিত্রান পাওয়া যায়।

কিভাবে বুঝবেন সিলিন্ডারের মেয়াদ আছে কিনা?

যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই তাদের একমাত্র ভরসাই হলো সিলিন্ডার গ্যাস। কিন্তু এই সিলিন্ডার গ্যাস সুবিধা দিলেও এর ভয়াবহতা কিন্তু কম নয়। গত কয়েক বছরে অসংখ্য প্রাণ হারিয়েছে শুধু এই গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে।

গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরণ হওয়ার অন্যতম প্রধান কারণ মেয়াদউত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার করা। প্রত্যেকটি সিলিন্ডারের একটি নির্দিষ্ট মেয়াদ আছে এবং এই মেয়াদসীমা শেষ হয়ে গেলে সিলিন্ডার তার চাপ ক্ষমতা হারায়।

সাধারণত গ্যাসকে উচ্চ চাপে তরলীকরণ করে সিলিন্ডারে প্রবেশ করানো হয়। তাই কোন মেয়াদউত্তীর্ণ সিলিন্ডারে যদি উচ্চ চাপে গ্যাস ঢুকানো হয় তবে উক্ত সিলিন্ডার গ্যাসের চাপ রক্ষা করতে না পেরে বিষ্ফোরিত হয়ে যায়।

তাই মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার ঘরে রাখা আর বোমা রাখার মধ্যে কোন পার্থক্য নেই। কিন্তু মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার চিনবেন কীভাবে? সাধারণভাবে সিলিন্ডারের গায়ে লেখা দেখে বোঝার উপায় নেই এর মেয়াদকাল সম্পর্কে কারণ এখানে কিছু সাংকেতিক পদ্ধতি ব্যবহার করা হয় যেটা দেখে কিছুই বোঝা যায় না।

তাহলে আমরা চিনব কিভাবে যে সিলিন্ডার মেয়াদ উত্তীর্ণ।

ছবিতে মার্ক করা কালো রংগের লেখাটাই হল এক্সপায়ার ডেট। এখানে A,B,C,D সংকেত দিয়ে বোঝানো হয়েছে।

A= বছরের প্রথম তিন মাস যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ।

B= তার পরের তিন মাস যেমন, এপ্রিল, মে, জুন। একইভাবে C,D দ্বারা ক্রমানুসারে বাকি ছয় মাসকেই বোঝানো হয়। আর সবার শেষে বছরের শেষ দুই ডিজিট থাকে, অর্থাৎ C13 (2013 ইং) যদি C18 থাকে তারমানে হল 2018 সালের জুলাই, আগস্ট, অথবা সেপ্টেম্বর মাসেই আপনার সিলিন্ডারের মেয়াদ বা (expire date) হবে।

অর্থ্যাৎ

A = মার্চ এ মেয়াদ শেষ হবে

B = জুন এ মেয়াদ শেষ হবে

C = সেপ্টেম্বর এ মেয়াদ শেষ হবে

D = ডিসেম্বর এ মেয়াদ শেষ হবে

1
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Avatar for alma45
Written by
3 years ago

Comments