0
13
শুরু হলো আরো নতুন একটি মাস।নভেম্বর।নতুন মাস শুরু মানেই আকাশপ্রেমীদের নতুন অভিজ্ঞতা লাভের হাতচ্ছানি পুরোটা মাস জুড়েই।
কি কি দেখতে পারি আমরা এই মাস নভেম্বরে।৫টি গ্রহ, চন্দ্রগ্রহণ,উল্কাবৃষ্টি,খালি চোখে এমনকি ছোট টেলিস্কোপ থাকলেই দেখা যেতে পারে পরিচিত কিছু Messier objects এমনকি আরো অনেক কিছুই।চলুন যেনে নেওয়া যাক আমরা কি দেখতে পারি এই নভেম্বরে।
১। প্রথমেই আপনি গ্রহ দিয়ে শুরু করতে পারেন।সন্ধ্যায় পূর্ব থেকে দক্ষিণ-পূর্বাকাশে লাল উজ্জ্বল মঙ্গল গ্রহ দেখতে পারেন যা রাত বাড়ার সাথে সাথে পশ্চিম এ যাবে।আর দক্ষিণ-পশ্চিম আকাশে বৃহস্পতি এবং শনি গ্রহ দেখতে পারেন।আকাশ পরিষ্কার না থাকলেও গ্রহগুলো দেখতে পাবেন।ভোরবেলা (৪:৩০) পূর্বাকাশে শুক্রগ্রহ দেখতে পারবেন।দিন বারার সাথে সাথে শুক্রের সাথে বুধ গ্রহও যোগ দিবে।