হযরত মুহাম্মদ (সাঃ) এর ১৪০০ বছর আগের বানী

0 2
Avatar for alma45
Written by
4 years ago

#হযরত মুহাম্মদ (সাঃ) এর ১৪০০ বছর আগের বানী আজ বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে।

১)হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন"পুরুষের প্যান্ট বা কাপড় পায়ের টাখনুর উপর পড়তে হবে। অন্যথায় তারা জাহান্নামে যাবে।

(_সহীহ বুখারী ৫৩৭১..)

বিজ্ঞান বলে, পুরুষের টাকনুর ভিতর প্রচুর পরিমাণে হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়। তাই কেউ যদি টাকনু খোলা না রাখে তাহলে তার যৌন শক্তি কমে যাবে এবং বিভিন্ন রুগে আক্রান্ত হবে।,,

২) হযরত মুহাম্মদ (সাঃ)ভ্রু প্লাগকারীর উপর আল্লাহর লানত,

( সহীহ বুখারী ৫৫১৬.)

বিজ্ঞান বলে ভ্রু হলো চোখের সুরক্ষার জন্য।ভ্রূতে এমন কিছু লোম আছে যা কাটা পড়লে ভ্র প্লাগকারী পাগল হয়ে যেতে পারে অথবা মৃত্যুবরণ ও করতে পারে।

৩) রাসুলুল্লাহ ( সাঃ) নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম

(সহীহ বুখারী ৬১২৪)

বিজ্ঞান বলে ধুমপানের কারনে ফুসফুসের ক্যান্সার, ব্রংকাইটিস ও হৃদরোগ হয়ে মানুষ মারা যায়। ধুমপান করলে ঠোঁট,দাঁতের মাড়ি,ও আঙ্গুল কালো হয়ে যায়।

যৌন শক্তি ও ক্ষুধা কমে যায় এমনকি স্মৃতিশক্তি কমে যায়।

৪) রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম

(মুসলিম শরীফ ১৬৫৫)

বিজ্ঞান বলে স্বর্ন এমন একটি পদার্থ যা স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়।আর তার পরিমাণ যদি ২.৩ তাহলে মানুষ তার আগের স্মৃতি সব হারিয়ে ফেলবে।

৫) রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন ঘুমানোর সময় আলো নিভিয়ে ও ডান কাত হয়ে ঘুমাতে

( সহীহ বুখারী ৩২৮০)

ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো করে পাম্প করে।

আর যদি লাইক না নিভিয়ে ঘুমালে ব্রেনের এনাটমি রস শরীরে প্রবেশ করতে পারে না যার কারণে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে।

৬) রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন তোমরা গোঁফ ছেঁটে ফেলে দাঁড়ি বড় রাখ,

(মুসলিম শরীফ ৪৯৩..৪৯৪)

৭)বিজ্ঞান বলে দাঁড়ি না রাখলে স্কিন ক্যান্সার,ও ফুসফুসে ইনফেকশন, এবং ৪০ এর আগে যৌবন হারানোর সম্ভাবনা থাকে।

আল্লাহ সুবহানা তায়ালা বলেন আর ব্যভিচারের কাছেও যেওনা। নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং ধংসের পথ,

(সুরা বনী ইসরাইল ৩২)

নেশাগ্ৰস্ত সয়তানের কাজ

(সুরা মাইদাহ ৯০)

বিজ্ঞান বলে পর্নোগ্ৰাফি ও অশ্লীল সম্পর্ক সহ মাদক দ্রব্য নেশায় যদি কেউ জরিয়ে পড়ে তাহলে তার ব্রেনের ফরেন্টাল এরিয়া পরিচালনা করার ইন্টেলেকচুয়াল সেলগূলো থরথর করে কাঁপতে থাকে এবং অস্থির হয়ে যায়।যার ফলে সে নেশাগ্রস্ত হয়ে মাতাল ও অসুস্থের মত জীবন পরিচালনা করে। এবং তা তাকে ধংসের দিকে ঠেলে দেয়।।

৮) আল্লাহ বলেন,, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখ ও নিশ্চূপ হয়ে থাকো যাতে তোমাদের উপর রহমত হয়।

(সুরা আরাফ ২০৪)

বিজ্ঞান বলে কোরআনের সাউন্ড ওয়েব শরীরের সেলগূলোকে সক্রিয় করে। অসুস্থতা আরোগ্য করে বিশেষ করে হার্ট এবং ক্যান্সার রোগীদের।আর ব্রেনেকে এমন ভাবে চার্জ করে যেমন ভাবে ফিউজ হয়া ব্যাটারি সচল করে,,

🤲🤲🤲আল্লাহ আমাদের সবাইকে বোঝার মানার তৌফিক দান করুন,,,,🤲🤲🤲

🤲🤲🤲🤲 আমীন,🤲🤲🤲🤲

1
$ 0.00
Avatar for alma45
Written by
4 years ago

Comments