0
7
হ্যালির ধুমকেতু প্রতি ৭৫-৭৬ বছর পর পর পৃথিবীর আকাশে দৃশ্যমান হয়ে উঠা একটি ধুমকেতু। বিখ্যাত ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী এডমান্ড হ্যালির নাম অনুসারে এই ধুমকেতুর নামকরণ করা হয়।এর অফিসিয়াল ডেসিগনেশন হচ্ছে ১ পি/হ্যালি। মাঝেমধ্যে একে "কমেট হ্যালি" তথা "ধুমকেতু হ্যালি" নামে ডাকতে দেখা যায়। এটিকে ১৯৮৬ সালে দেখা গেছে । একে আবার ২০৬২-২০৬২ এর মধ্যে দেখা যাওয়ার কথা।