হার্ট ছাড়া জীবন

0 7
Avatar for alma45
Written by
4 years ago

হার্ট ছাড়া জীবন অচল। অথচ হার্ট ছাড়াই বেঁচে আছেন ইস্ট লন্ডনে ইলফোর্ডের বাসিন্দা সালওয়া হোসাইন! ব্যাকপ্যাকে আর্টিফিশিয়াল হার্ট নিয়ে ঘুরছেন। কারো দানকৃত হার্ট না পাওয়ার পূর্ব পর্যন্ত ব্যাটারি চালিত এই হার্ট নিয়েই চলতে হবে ৩৯ বছর বয়সী সালওয়াকে।

মিডিলসেক্সের হার্টফিল্ড হাসপাতালের চিকিৎসকরা ব্যাগের মধ্যে একটি ডিভাইস দিয়ে হার্ট ফেইল রোগী সালওয়াকে বাঁচিয়ে রাখার সর্বশেষ চেষ্টা করছেন। ইউকের মধ্যে একমাত্র এই হাসপাতালেই হার্টফেইল রোগিদের জন্যে এই ডিভাইস ব্যবহার করা হয়। এতে ব্যয় হয় প্রায় ৮৬ হাজার পাউন্ড।

এই ডিভাইসটি রোগির শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখে। এই ডিভাইসের কারণে দৈনন্দিন জীবনের অন্যান্য কাজও করতে পারছেন দুই সন্তানের মা সালওয়া হোসাইন।

ইউকের মধ্যে সালওয়া হোসাইনই প্রথম মহিলা যিনি আর্টিফিশিয়াল হার্ট নিয়ে বেঁচে আছেন। এর আগে ২০১১ সালে ৫০ বছর বয়সী আরেক ব্রিটিশ পুরূষকেও আর্টিফিশিয়াল হার্ট দিয়ে বাঁচানো হয়েছিল

2
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder

Comments