0
5
হান্না ক্লার্ক এমন এক মেয়ে যার হার্টের সংখ্যা দুটি।পরিস্থিতির গুরুত্ব বিচার করে চিকিৎসকেরা একটি জীবনদায়ী হার্ট প্রতিস্থাপন করেন। হান্নার বয়স তখন মাত্র দুই। তবে অসুস্থ হার্টটিকে না সরিয়ে তাঁরা ডোনার হার্টটিকে হান্নার নিজস্ব হার্টটির পাশে প্রতিস্থাপন করলেন। উদ্দেশ্য দুর্বল হার্টটি যাতে বিশ্রাম নিতে পারে এবং শরীরের ভেতরেই পুনর্নির্মিত হতে পারে।হান্নার শরীরের সুরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপিত হার্টটিকে ধীরে ধীরে বাতিল করতে শুরু করে। তবে কয়েক বছর পরে আশ্চর্যজনকভাবে হান্নার আসল হার্টটি কাজ করতে শুরু করে। ফল হল এটাই যে হান্নার শরীরে এখন দুটি হার্ট কাজ করছে।