আমরা প্রায় সবাই 3 Idiots মুভি টি দেখেছি সেই মুভিটিতে আমির খানের চারিত্র ছিল Fungsu Wangdu। কিন্তুু অনেকের এইটা অজানা যে এই নামের একজন সত্যিকারের মানুষ আছে। আর যে school সেখানে দেখা যায় সে school টি ও সত্যি আছে। লাদাখে পাকিস্তান ও ভারতের সিমান্তের কাছে।এই school এ admission নেওয়ার জন্য প্রথমে আপনাকে 10th ফেল করতে হবে।সেই school এ বই পত্র নিয়ে কেউ আসে না। এখানে সবকিছু practicaly হয়। যেমন আমরা পরি কিভাবে Battery বানায়। কিন্তুু তারা সরাসরি Battery বানায়। ফলে তারা সে সম্পর্কে ভালো ধারণা পেয়ে যায়। পরে তারা সে সব Battery তারা নিজে বাজারে বিক্রি করে।ফলে তারা marketing সম্পর্কে ধারণা পেয়ে যায়। এবং সেই টাকা দিয়ে তারা পরে ভারতের বিভিন্ন রাজ্য ঘুরতে জাই।এই রকম তারা বিভিন্ন জিনিস বানায় এবং বাজারে বিক্রি করে।সেই ৳ দিয়ে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় ফলে তারা দর্শন সম্পর্কে ধারনা লাভ করে।তারা এমন একটি যন্ত্র আবিস্কার করেছে যেই টি দিয়ে পাহার থেকে গলে পরা পানি পুনরায় বরফে পরিনত করা যায়।
3
16
Good article.