একটি_শিক্ষনীয়_ঘটনা

1 15
Avatar for alma45
Written by
4 years ago

একজন দরবেশ লোক তিনি এতোটাই কামেল দরবেশ হয়েছেন যে.....

তিনি ইচ্ছা করলে নদীর পানির উপর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তেন। পানির উপর দিয়ে হেটে যেতেন..

অবশ্য তার এই ক্ষমতার কারনে তার মধ্যে একটু অহংকার জন্ম নিয়েছে।

একদিন তিনি স্ত্রীকে বললেন, সারাজীবন আমার সাথে থেকে সংসারী করলে আর রান্নাবান্না করে খেলে আর ঘুমালে, আমার সাথে জান্নাতে তুমি থাকতে পারবে কীনা জানিনা।

স্ত্রী কোমল স্বরে বললেন...

দেখুন একজন ভালো স্ত্রীর কারনেই পুরুষের জীবনের বেশিরভাগ সাফল্য আসে, আমি যদি ভালো না হতাম তাহলে আপনার এই অর্জন হতোনা।

স্বামী বললো... আমার ইবাদত আমাকে সাফল্য দিয়েছে এতে তোমার কী অবদান থাকতে পারে?

স্ত্রী বললেন, আপনার অর্জন আমি তো একদিনে নষ্ট করে দিতে পারি,

স্বামী বললেন, অসম্ভব তুমি তা পারবেনা।

স্ত্রী বললেন আচ্ছা ঠিক আছে পরীক্ষা হোক,

আপনি তো পানির উপর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েন, আগামীকাল পারবেন না।

এটাই আপনার জন্য পরীক্ষা।

স্বামী বললেন তবে তাই হোক।

পরদিন স্বামী নামাজের জন্য পানির উপর জায়নামাজ বিছাতেই সেটি পানিতে তলিয়ে গেলো, কয়েকবার চেষ্টা করেও তিনি পারলেন না।

বাড়িতে এসে স্ত্রীকে বললেন তুমি আমার থেকেও এমন কী অর্জন করেছো যার কারনে আমার এতোদিনের ইবাদত সাফল্যকে একদিনে নষ্ট করে দিতে পারলে?

স্ত্রী তাকে শান্তনা দিয়ে বললেন...আল্লাহ আমাকে ক্ষমা করুন।

স্বামী বললেন, রহস্যটা খুলে বলো..

এবার স্ত্রী বললেন,

দেখুন আপনি হালাল রোজগার করেন, আমি তা পাক পবিত্র অবস্থায় আল্লাহর নাম নিয়ে রান্না করি এবং আপনাকে খেতে দেই। তাই আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট আছেন।

গতকাল আপনি যখন বাজার করে এনেছেন, আমি রান্না করার সময়ে পাক পবিত্র ছিলাম না, এস্তেঞ্জা না করে অযু গোছল ঠিকভাবে না করে বিছমিল্লাহ না বলে রান্না করেছিলাম, রান্নার সময় পাশের বাড়ির গাছ থেকে দুইটি মরিচ চুরি করে তরকারীতে দিয়েছিলাম।

আপনার হালাল রোজগার হওয়া স্বত্বেও তাতে চুরির হারাম অংশ (মরিচ) দিয়েছি এবং নাপাক থাকা অবস্থায় রান্না করেছি। তাই গতকালের খাবার আমাদের জন্য হারাম হয়ে গিয়েছিলো,

আপনি তো জানেন, হারাম খাদ্য পেটে নিয়ে ইবাদত করলে তা কবুল হয়না। তাই আজ আপনি ব্যর্থ হলেন।

এবার বুঝুন, শুধু হালাল রোজগার করলেই হয়না ঘরের স্ত্রীরও সেটা হালাল ভাবে পবিত্র অবস্থায় রান্না করা উচিৎ। নইলে একটু ভুলে বেখেয়ালে সব বরবাদ হয়ে যায়।

স্বামী তার ভুল বুঝলেন,

তিনি এমন একজন নেক স্ত্রী পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া করলেন এবং নিজেদের অহংকার ও ভুলের জন্য তওবা করলেন।

আল্লাহ আমাদের সবাইকে হালাল রোজগার দ্বারা জীবনযাপন করার ও সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুন।

#আমিন।

3
$ 0.00
Avatar for alma45
Written by
4 years ago

Comments