চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদুকরী কাজঃ

1 6
Avatar for alma45
Written by
4 years ago

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদুকরী কাজঃ

✔ চুল পড়া এখন প্রতিদিনের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রতিনিয়ত এই সমস্যাই ভুগছি। চুল পড়া রোধে দামি দামি ওষুধ ও প্রসাধনী ব্যবহার করে থাকি। কিন্তু কিছুতেও কিছু হয় না। তবে চুল পড়ার বিভিন্ন কারণ রয়েছে। কারণ ভেদেই মূলত চুল পড়া সমস্যার সমাধান করাটাই ভালো। তবে পেয়ারা পাতার ব্যবহারে আপনি পেতে পারেন জাদুকরী সমাধান।

তৈরি নিয়ম জানতে কমেন্ড করুন।

ঘরোয়া_পদ্ধতি :

পেয়ারা পাতায় অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান রয়েছে যা মাথার তালু সুস্থ রাখতে সাহায্য করে।

এমনকি এটি মাথার খুশকি হওয়া রোধ করে। ভিটামিন সি মাথার তালুতে ফলিক অ্যাসিডের ভারসাম্য বজায় রেখে নতুন চুল গজাতে সাহায্য করে।

কতদিন পর পর ব্যবহার করবেন:

চুল পড়া বন্ধ করবে যদি চুল পড়া সমস্যা অনেক বেশি থাকে তবে সপ্তাহে তিনবার ব্যবহার করুন এটি চুল পড়া বন্ধ করবে । আর যদি চুল শাইনি সিল্কি করে তুলতে চান তবে সপ্তাহে দুইবার এটি ব্যবহার করুন।

পাতা পানিতে সিদ্ধ করে সেই পানি চুলে লাগিয়ে নিবেন।এমনকি পাতা বেটে সেই রস তেলের সাথে মিশিয়ে দিতে পারেন।আধঘন্টা পর ধুয়ে ফেলুন।

2
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder

Comments