বৃহস্পতি গ্রহের তৃতীয় বৃহত্তম উপগ্রহ

0 4
Avatar for alma45
Written by
3 years ago

Io হল বৃহস্পতি গ্রহের তৃতীয় বৃহত্তম উপগ্রহ। জ্যোতির্বিদরা সর্বপ্রথম এই উপগ্রহের আগ্নেয়গিরি থেকে সালফার ডাই অক্সাইডের ধোঁয়া বের হতে দেখেন। Io উপগ্রহে সৌরজগতের মধ্যে সবথেকে বেশি আগ্নেয়গিরি দেখা যায়। এখানে 400 এর বেশি আগ্নেয়গিরি আছে। এটি বৃহস্পতি এবং অন্যান্য তিনটি উপগ্রহ দ্বারা মহাকর্ষীয় ভাবে জড়িত হওয়ার আভ্যন্তরীণ চাপের প্রকাশ। Io এর পাতলা বায়ুমণ্ডল আছে এবং ভূপৃষ্ঠে সালফার ডাই অক্সাইডের প্রাধান্য খুব বেশি। আগ্নেয়গিরি থেকে গ্যাস হিসাবে বেরিয়ে রাতের মাটিতে শীতল হয় এবং উপগ্রহের ভূপৃষ্ঠে ফিকে হলুদ ও কমলা রঙের ছোপ রেখে যায়। কিন্তু কতটা গ্যাস আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসছে বা ভূপৃষ্ঠে জমে যাওয়া সালফার ডাই অক্সাইড এর কতটা আবার পুনরায় উত্তপ্ত হয়ে বায়ুমন্ডলে ফিরে যাচ্ছে এটাই হলো সবথেকে বড় প্রশ্ন। গবেষকরা এর উত্তর দেওয়ার চেষ্টা করছেন। তারা দেখেছেন Io এর পাতলা বায়ুমণ্ডল দিয়ে বেশিরভাগ গ্যাস বৃহস্পতি গ্রহ এবং এর নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্রের সাথে মিথস্ক্রিয়া করে পালিয়ে যায় যার পরিমাণ হল প্রায় 1 মেট্রিক টন প্রতি সেকেন্ড। এটি একটি প্লাজমার আবরণ তৈরি করে যা Io প্লাজমা নামে পরিচিত এবং এটি বৃহস্পতি কে প্রদক্ষিণ করে। বায়ুমণ্ডলের বাকি অংশ আমাদের কে ভূপৃষ্ঠের জিওলজিক্যাল প্রসেস বোঝাতে সাহায্য করে। জ্যোতির্বিদরা এইজন্য ALMA কে ব্যবহার করে রেডিও ওয়েভ লেন্থ দিয়ে Io কে পর্যবেক্ষণ করার চেষ্টা করেছেন বিশেষ করে যখন Io বৃহস্পতির ছায়ায় চলে যায় এবং পরে এই ছায়া থেকে বেরিয়ে আসে যাকে বলা হয় Jovian eclipse। তারা লক্ষ্য করেন Io এর বায়ুমন্ডলে সালফার ডাই অক্সাইড বেশিক্ষণ স্থায়ী হয় না। রাতে তাপমাত্রা সালফার ডাই অক্সাইডের হিমাঙ্কের নিচে চলে যায়। দিনের বেলায় হিমায়িত সালফার ডাই অক্সাইড আবার উত্তপ্ত হয়ে বায়ুমন্ডলে ফিরে আসে এবং 10 মিনিটের মধ্যে পুনরায় পূরণ করে নেয় যেটা প্রত্যাশার থেকে অনেক দ্রুত। যখন Io বৃহস্পতির ছায়ায় চলে যায় তখন সূর্যালোক থেকে সরাসরি বঞ্চিত হয়। তখন Io অপেক্ষাকৃত শীতল হয়। এই সময় সালফার ডাই অক্সাইড ভূপৃষ্ঠে জমে যায়। ঠিক তখনই আমরা আগ্নেয়গিরি থেকে উদ্ভূত সালফার ডাই অক্সাইড খুব precise ভাবে দেখতে পারবো এবং এটি কতটা বায়ুমণ্ডল কে প্রভাবিত করে তা জানতে পারবো। ALMA ইমেজ ব্যবহার করে তা আমরা জানতে পারি। যে আগ্নেয়গিরি অঞ্চলে সালফার-ডাই-অক্সাইড বা সালফার মনোঅক্সাইড নেই সেখানে আমরা পটাশিয়াম ক্লোরাইড দেখতে পাবো।এই ঘটনা এটি প্রমাণ করে বিভিন্ন আগ্নেয়গিরিতে বিভিন্ন Magma reservoir আছে। বিজ্ঞানীরা জানতে পেরেছেন Volcanic activity এর জন্য 30 থেকে 50 পার্সেন্ট সালফার ডাই অক্সাইড Io বায়ুমন্ডলে জমা হয়। The research is published in The Planetary Science Journal

1
$ 0.00
Avatar for alma45
Written by
3 years ago

Comments