বৈদ্যুতিক মাছ

0 1
Avatar for alma45
Written by
3 years ago

বৈদ্যুতিক মাছ:

সমুদ্রজগতে মাছের রাজত্ব।অসংখ্য প্রজাতির মাছের বসবাস সেখানে, তালিকা দিয়ে সেটি শেষ করার নয়।ইলেকট্রিক ঈল নামক মাছ নিজের শরীরে বিদ্যুৎ তৈরি করতে পারে।যে বিদ্যুতিক শকে মানুষ আহত কিংবা মারাও যেতে পারে।কুমির পর্যন্ত মারাত্মকভাবে আহত হয়।ইলেকট্রিক ঈল তার শরীরে বিশেষস্নায়ুতন্ত্র ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করে।এ মাছের শরীরে বিদ্যুৎ তৈরির জন্য চাকতির মতো কতগুলো কোষ রয়েছে।শরীরের বিশেষ একটি অংশ, যেটিকে বিদ্যুৎ তৈরির অঙ্গ বলা হয়।স্নায়ুতন্ত্রের কাজ হলো এসব কোষ যাতে সমন্বিতভাবে কাজ করে তা নিশ্চিত করা।স্নায়ুতন্ত্র থেকে সংকেত পাওয়ার পর,স্নায়ু থেকে অ্যাসেটাইল কোলিন নামের খুব সামান্য পরিমাণ একধরনের রাসায়নিক নির্গত হয়।এ রাসায়নিকটি নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে।একটি পূর্ণ বয়স্ক বৈদ্যুতিক ঈল মাত্র ২ মিলি সেকেন্ডে ৬০০ ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে,যা বাসা-বাড়িতে সংযুক্ত বৈদ্যুতিক ব্যবস্থায় প্রাপ্ত ভোল্টের চেয়ে ও কয়েকগুণ বেশি।জানা যায়,৬০০-৮৬০ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে ৬ ফুট লম্বা ঈল ৬ হাজার পেশি কোষকে ব্যবহার করে।এই মাছ নিয়ে বিজ্ঞানী ও প্রকৃতিপ্রেমীদের আগ্রহের শেষ নেই।

1
$ 0.00

Comments