আম

0 7
Avatar for alma45
Written by
4 years ago

🥭রাজা নাই,শাহ নাই,রাজশাহী নাম

হাতি-ঘোড়া কিছু নাই,আছে শুধু আম।🥭

🤩বুঝতেই পারছেন আজকের পর্ব আম নিয়ে।

⭕প্রথমেই আমের পুষ্টি উপাদান নিয়ে একটু ধারণা দেই-

প্রতি ১০০ গ্রাম আমে সবচেয়ে বেশি পরিমান রয়েছে

➕ক্যালরি-৬০ কিলোক্যালরি

➕কার্বোহাইড্রেট-১৫ গ্রাম

➕প্রোটিন-০.৮২ গ্রাম

➕ফাইবার (আঁশ)-১.৬০ গ্রাম

এছাড়াও পটাশিয়াম,ভিটামিন সি,এ,ই,কে,ক্যালসিয়াম,ম্যাগনেসিয়াম উপাদান তো রয়েছেই।সাথে আরো মিনারেলস ও আ্যন্টিঅক্সিডেন্ট উপাদান উল্লেখযোগ্য।

⭕অনেক তো হলো পুষ্টি, এবার আসি উপকারিতা নিয়ে-

☑️রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

এক কাপ(১৬৫ গ্রাম)আম প্রতিদিনের ১০%ভিটামিন এ ও প্রায় তিন চতুর্থাংশ ভিটামিন সি এর চাহিদা পূরণ করে।এছাড়াও রয়েছে ফোলেট,কে এবং বেশ কয়েকটি ভিটামিন বি যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে যাদুর মতো কাজ করবে।

☑️হার্টকে সুস্থ রাখে

আমের পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তনালীকে শিথিল রাখে ও উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে হৃদপিন্ডকে ভালো রাখে।

☑️কোলেস্টরেলের মাত্রা কমায়

আমে উচ্চমাত্রায় ভিটামিন সি, পেকটিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আঁশ থাকার কারণে কোলেস্টরেলের মাত্রা কমাতে সাহায্য করে।

☑️হজমে সাহায্য করে

আম্যাইলেজ,প্রচুর পরিমান খাদ্যআঁশ ও পানি থাকার কারণে কোষ্টকাঠিন্য,ডায়রিয়ার মতো বিপাকক্রিয়ার জটিল সমস্যা সমাধানে সহায়তা করে।

☑️চোখের সুরক্ষা দেয় আমে বিদ্যমান লুটিন এবং জেক্সনথিন ক্ষতিকর আলো থেকে চোখকে সুরক্ষা করে।এছাড়াও ভিটামিন এ রাতকানা সহ চোখের পানি শুকিয়ে যাওয়া রোধ করে।

☑️চুল ও ত্বককে সুন্দর করে

ভিটামিন এ ও সি চুলের যত্নে টনিকের মতো কাজ করে।

☑️ঘাম থেকে বের হয়ে যাওয়া সোডিয়ামের ঘাটতি পূরণ করে।

☑️আয়রন রক্তশূন্যতা দূর করে।

☑️গ্লুটামাইন স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।

☑️ইউরোপ ও আমেরিকার বিভিন্ন গবেষণায় এসেছে আম ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।

⭕মুদ্রার এপিঠ ওপিঠ রয়েছে।অতিরিক্ত আম খেলে কিছু অপকারিতাও রয়েছে

# পরিমানে বেশি খেলে ডায়রিয়াও হতে পারে।প্রচুর আঁশ থাকার কারণে।

#ডায়েবেটিসের ক্ষেত্রে রক্তের গ্লুকোজ বৃদ্ধি হতে পারে।

#ওজন বৃদ্ধি হতে পারে।

#এসিডিটি হতে পারে।

⭕টিপস

#একজন সুস্থ ব্যক্তি প্রতিদিন মাঝারি মানের ২ টির বেশি আম খাবেন না।

#খাওয়ার ৩০ মিনিট পর যেকোনো ফল খেতে হয়,আমের ক্ষেত্রেও তাই।

#ওজন বেশি যাদের তারা দুপুর বেলা আম খাবেন,অবশ্যই সাথে শারীরিক ব্যায়াম নিয়মিতো রাখবেন।

#ডায়েবেটিসের ক্ষেত্রে ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী শারীরিক চাহিদা অনুযায়ী আমের পরিমান জেনে নিবেন।

#আমে ফরমালিন দেয়,তথ্যটি ভুল।সংরক্ষণ করতে ৩০মিনিট পানিতে ভিজিয়ে রেখে আলাদা পাত্রে রেখে দিবেন।

1
$ 0.00
Avatar for alma45
Written by
4 years ago

Comments