আঘাতের এক নাম্বার মেডিসিন আর্নিকা

0 0
Avatar for alma45
Written by
3 years ago

আঘাতের এক নাম্বার মেডিসিন আর্নিকাঃ

স্যামুয়েল হ্যানিম্যান, "Fragmenta de Viribus Medicamentarum" নামক বইয়ে আর্নিকা মন্টেনার প্রুভিং ও গুনাগুণ প্রচারকরেন তখন থেকেই আর্নিকা মন্টেনা আঘাত ও পতন জর্নিত বেদনা নিবারণের ঔষধ সমুহের মধ্যে শীর্ষে রয়েছে।

ডাঃ হেরিং বলেছেন, যে সকল ব্যাক্তি বেটে ও বেশ মোটাসোটা আর্নিকা মন্টেনা তাহাদের জন্য অধিক উপযোগী।

ডাঃ কেন্ট বলেছেন, আঘাত লাগিয়া বা আছাড় খাইয়া কোনরুপ রোগ হইলে আর্নিকা সর্বশ্রেষ্ঠ। আঘাত লাগিয়া কালশিরা পড়িলে এবং অতিরিক্ত শারীরিক পরিশ্রমের পর কোন কঠিন রোগ হইলে আর্নিকা ব্যবহার্য।

ডাঃ ফ্যারিংটন বলেছেন, আর্নিকা দ্বারা জরায়ুর সংকোচন শক্তি বর্ধিত হয় এবং ফুলের ছিন্ন ছিন্ন অংশ,মেম্ব্রণ ও রক্তের চাপ সকল ত্বরায় নিস্ক্রান্ত হইয়া যায়।

হোমিওপ্যাথি ঔষধ প্রয়োগের কিছু নিয়ম-নীতি আছে হ্যানিম্যানের ২৪৮ সূত্রে বলা হয়েছে অত্যন্ত সাংঘাতিক রোগের ক্ষেত্রে প্রতি ঘন্টায় বা আরও ঘন ঘন সুনির্বাচিত ঔষধ প্রয়োগ করতে হবে।

তরুণ বা অচির রোগের ক্ষেত্রে দুই হতে ছয় ঘণ্টা পর পর ঔষধ প্রয়োগ করতে হবে। দীর্ঘস্থায়ী, পুরাতন বা চিররোগে প্রতিদিন বা একদিন পর পর ঔষধ প্রয়োগ এবং আরোগ্য তড়ায় দীর্ঘ দিন পর পর ঔষধ প্রয়োগ করতে হবে।

আর্নিকা মন্টেনা এন্টিসেপ্টিক ঔষধ।

বিশেষ লক্ষণ-

অতিশয় বলক্ষয়,অবসাদ, কাঁপুনি, পক্ষাঘাত,হস্তপদাদির হঠাৎ স্পন্দন, সকল রোগেই বামদিকে আক্রান্ত।

রক্তহীনতা, ফুলিয়াশক্ত হওয়া, পূযোৎপন্নপীড়া বা রক্ত বিষাক্ত হইয়া কঠিন পীড়া। বেদনা জনক উভেদ,স্ফোটক,ক্ষত।

স্পর্শ,ঘ্রাণ ও শ্রবণ ইন্দ্রীয়ের প্রাখর্য্য কখনো বা অবসাদ সবিরাম জ্বর। রক্ত স্রাব,কালশিরার দাগ,মেহভাব।

জিহ্বা কখনই পরিস্কার থাকে না।

দূর্গন্ধ, ঢেকুর ও বমি,অ্যাপেনডিক্স স্থানে ব্যাথা।

অতিরিক্ত পরিশ্রমের জন্য প্রস্রাব বন্ধ। প্রস্রাব পায় কিন্তু প্রস্রাব হয় না।

দ্বি-দৃষ্টি, চক্ষু তারার প্রসারণ নীচের দিকে দেখিলে মাথা ঘোরে।

বৃদ্ধি-স্পর্শে,দেহ সঞ্চালনে, আদ্রর্তায়, পরিশ্রমে, ভ্রমনে, কয়লার ধোঁয়ায়, বাঁদিকে শুইলে।

উপশম-শুইয়া থাকিলে, মাথা নিচু করে শুইলে, সন্ধ্যায়, রাত্রিতে, খোলা বাতাসে।

ক্রিয়া স্থিতি কাল- সাত-দশ দিন।

ক্রিয়া নাশক ও পরবর্তী ঔষধ চিকিৎসক বিবেচ্য।

আঘাত লাগিবার ফলে সেই স্থানের তন্তূগুলি নষ্ট হয় না কেবল থেঁতলাইয়া যায় ফুলিয়া উঠে (মাংস পেশী Muscle) তখন এই ঔষধ উপযোগী।

আঘাতের পর আর্নিকা মন্টেনা প্রয়োগ করিতে পারিলে আঘাতের চিহ্ন পর্যন্ত থাকে না।

আর্নিকা মন্টেনা বাহ্যিক প্রয়োগ করিবার সময় ইহার মাদার টিংচারের সহিত অধিক পরিমাণে জল মিশাইয়া লইতে হয়। Medicamentarum" নামক বইয়ে আর্নিকা মন্টেনার প্রুভিং ও গুনাগুণ প্রচারকরেন তখন থেকেই আর্নিকা মন্টেনা আঘাত ও পতন জর্নিত বেদনা নিবারণের ঔষধ সমুহের মধ্যে শীর্ষে রয়েছে।

হোমিওপ্যাথি ঔষধ প্রয়োগের কিছু নিয়ম-নীতি আছে হ্যানিম্যানের ২৪৮ সূত্রে বলা হয়েছে অত্যন্ত সাংঘাতিক রোগের ক্ষেত্রে প্রতি ঘন্টায় বা আরও ঘন ঘন সুনির্বাচিত ঔষধ প্রয়োগ করতে হবে। তরুণ বা অচির রোগের ক্ষেত্রে দুই হতে ছয় ঘণ্টা পর পর ঔষধ প্রয়োগ করতে হবে। দীর্ঘস্থায়ী, পুরাতন বা চিররোগে প্রতিদিন বা একদিন পর পর ঔষধ প্রয়োগ এবং আরোগ্য তড়ায় দীর্ঘ দিন পর পর ঔষধ প্রয়োগ করতে হবে।

আর্নিকা মন্টেনা বাহ্যিক প্রয়োগ করিবার সময় ইহার মাদার টিংচারের সহিত অধিক পরিমাণে জল মিশাইয়া লইতে হয়।

1
$ 0.00
Avatar for alma45
Written by
3 years ago

Comments