আফওয়ান

0 3
Avatar for alma45
Written by
3 years ago

"#আফওয়ান"

শব্দটি অনেকেই শুনেছেন হয়তো।কিন্তু অর্থ জানেন না এমন লোকের অভাব নাই।তো এর অনেকগুলি অর্থের মধ্যে একটি অর্থ হচ্ছে "আমাকে ক্ষমা করুন"।

আমাদের অনেকেই ভুল করলে ক্ষমা চাচ্ছি কথাটা বলতে অভ্যস্ত নই,কারো এই কথাটা বলতে অস্বস্তি লাগে আবার অনেকের ইগো তে বাজে (যে,এ্যা!আমি ক্ষমা চাইবো তার কাছে?হুহ)

এই প্রব্লেমের সুন্দর সলিউশন হচ্ছে "আফওয়ান" বলা।ওয়ার্ড টা বলতেও কিউট লাগে শুনতেও কিউট লাগে।

আসলে ক্ষমা চাওয়াও একটা মহত গুন।এতে ক্ষোভ লোপ পায়,সহানুভূতিশীল বৃদ্ধি পায়।তো যারা সংকোচ বোধ করেন,বলুন আফওয়ান।

1
$ 0.00

Comments