What is HTML? (HTML কি?)
HTML অর্থ হচ্ছে Hyper Text Markup Language অর্থাৎ HTML হচ্ছে এক ধরনের মার্কআপ ল্যাংগুয়েজ। আরও সহজে বলা যাক সাধারণত Microsoft Word or Word Pad or Note Pad ইত্যাদি Text এডিটর দিয়ে ডকুমেন্ট লিখে ইমেজ ইত্যাদি সংযোজন করা যায়। কিন্তু এদের দ্বারা তৈরি কোন ডকুমেন্ট ওয়েবে পাঠানো বা পাবলিস্ট করার উপযোগী নয়। সুতরাং Text ডকুমেন্টকে রূপান্তর করে ওয়েব উপযোগী করার জন্য একটি মার্কআপ ল্যাংগুয়েজ দরকার পরে। HTML হচ্ছে সেই ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি ভিজুয়াল বেসিক বা C++ এর মত কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়। এটি এক ধরনের স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। এটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে অনেক সহজ। এইচটিএমএল সরাসরি ইমেজ, অডিও, ভিডিও বা অ্যানিমেশন সংযোগ না করে এটি লিংক তৈরি করা হয়। ইদানিং যে কোন টেক্সট এডিটর এমনকি ফটোশপ এর মত গ্রাফিক্স সফটওয়্যার থেকেও ডকুমেন্টকে সরাসরি এইচটিএমএল -এ রূপান্তরের ব্যবস্থা রয়েছে। ট্যাক্স ডকুমেন্টের থেকে এইচটিএমএল ডকুমেন্ট অবিশ্বাস্য রকমের ছোট হয়। যার কারণে Net - এর ভিতর দিয়ে তথ্য অতি দ্রুত ও সহজে প্রেরণ করা সম্ভব। সুতরাং এইচটিএমএল হচ্ছে মাকআপ ল্যাঙ্গুয়েজ এবং এটি ছোট সহজ হবার কারণে যে কেউ শিখতে পারে। এটা শেখার জন্য কোন প্রোগ্রামিং জ্ঞান দরকার হয় না, HTML লেখা হয় ট্যাগ ব্যবহার করে, খুব অল্পসংখ্যক ট্যাগ স্মরণ রেখেও যে কেউ HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে পারে।
আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার এই আর্টিকেলটি পড়ার জন্য।
It's really ver important articles.