একজন ভালো শিক্ষক কে নিয়ে সামান্য কিছু লেখা।

2 100

শিক্ষক আজকের লেখার টপিকস হচ্ছে শিক্ষককে নিয়ে।

শিক্ষক শব্দটা হচ্ছে এমন একটি শব্দ যেটা আমাদের মাঝে সব সময় বিরাজমান। শিক্ষক মানে হচ্ছে একজন গুরু। শিক্ষক সর্বদা তার ছাত্র-ছাত্রীদের ভালো উপদেশ প্রদান করেন ভালো কাজের জন্য বলেন সৎ পথে থাকতে বলেন। একজন ভালো শিক্ষক অবশ্যই কখন খারাপ কাজ করতে পারে না, মন্দ পথে চলতে পারে না, অসৎ কাজের নির্দেশ দিতে পারে না। শিক্ষক মানেই শিক্ষক হওয়া যায় শিক্ষক হতে হলে কিছু গুণ থাকতে হবে। একজন ভালো শিক্ষক অবশ্যই সময় মেনটেন করে থাকে। যে সময় যে কাজটি করা প্রয়োজন সে কাজটি করে থাকেন। একজন ভালো শিক্ষক অবশ্যই পড়াতে ভালোবাসে। একজন ভালো শিক্ষকের আচরণ অবশ্যই ভালো হয় সবাই তার আচরণ দেখে তাকে পছন্দ করে ভালোবাসে।

তাই আমরা শিক্ষককে কখনো অসম্মান করব না, কখনো খারাপ কথা বলবো না, তখনো তার সাথে মন্দ আচরণ করব না - যেটা তার মন খারাপ করে দেয়।

আমি সম্মান জানাই পৃথিবীর সব শিক্ষককে কারন তারা আমাদের গুরুজন।

5
$ 0.00

Comments

অবশ্যই শিক্ষককে সম্মান জানানো উচিত, কারণ বাবা-মায়ের পর তারাই আমাদেরকে সৎপথে ভালো কাজ করতে ভালো মানুষ হতে উপদেশ প্রদান করে থাকেন। তারা আমাদের গুরুজন তাদের কথা মানা আমাদের উচিত। আপনার মত আমিও সকল আদর্শবান শিক্ষককে সম্মান জন্যই।

$ 0.00
3 years ago

শিক্ষক অবশ্যই একজন সম্মানী ব্যক্তি। শিক্ষককে সম্মান করা আমাদের কর্তব্য দায়িত্ব কারণ তারা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে থাকেন। আমিও সম্মান জানাচ্ছি সকল শিক্ষককে।

$ 0.00
3 years ago

শিক্ষক হচ্ছে আমাদের গুরু। শিক্ষক সব সময় আমাদের জ্ঞান অর্জন করতে শিখায়। একজন ভালো শিক্ষক সব সময় ভালো কাজ করার আগ্রহ জন্মায়।

$ 0.00
3 years ago

অনেক ধন্যবাদ শিক্ষককে নিয়ে এত সুন্দর করে লিখার জন্য। শিক্ষক আামাদের সম্মানিয় জিনিস। শিক্ষকদের ঋণ কখনও শোধ করা যাবেনা।

$ 0.00
3 years ago

একজন ভালো শিক্ষক একজন ছাত্রের জন্য আদর্শ। আমার জীবনে একজন আদর্শ শিক্ষক ছিল কিন্তু আমরা তাকে হারিয়ে ফেলেছি।

$ 0.00
3 years ago

একজন ভালো শিক্ষক একটা বইয়ের চেয়েও বেশি কিছু।সকল শিক্ষকরাই শ্রদ্ধেয়। তাই শিক্ষক কে নিয়ে লেখার জন্য ধন্যবাদ

$ 0.00
3 years ago

পিতা মাতার পরে শিক্ষকের স্থান। শিক্ষক এমন একজন মানুষ যিনি আমাদের পিতা মাতার পরে অভিভাবকের দায়িত্ব পালন করেন। তিনি একমাত্র আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন।

$ 0.00
3 years ago

আমাদের সকলের উচিত শিক্ষককে সম্মান করা এবং তার শেখানো আদর্শ অনুযায়ী পথ চলা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া। যাক লেখককে ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের মাঝে তুলে ধরার জন্য।।।

$ 0.00
3 years ago

শিক্ষক হচ্ছে আমাদের পরম গুরু। জিবনে সফল হওয়ার পেছনে, সকল উন্নতির পেছনে আমাদের মা-বাবার পরে যার ভূমিকা সবচেয়ে বেশি, তিনি হলেন শিক্ষক।

$ 0.00
3 years ago

Good

$ 0.00
3 years ago

শিক্ষক মানেই পরম শ্রদ্ধার পাত্র। আমাদের মা বাবার পরে প্রথম আমরা শিক্ষক এর কাছেই তালিম নিয়ে থাকি।

$ 0.00
3 years ago

মা-বাবার পরেই শিক্ষকের অবস্থান এবং শিক্ষক আমাদের গুরুজন। তাই আমাদের সবারই উচিত মা-বাবার মতো শিক্ষকেও সম্মান দেওয়া। অনেক ভালো হয়েছে লেখাগুলো।

$ 0.00
3 years ago

Your article is very wonderful. This article is about teacher. Teacher is the most important part of our family. Without teacher we can not read.

$ 0.00
3 years ago

শিক্ষক হচ্ছে জাতি গঠনের কারিগর ৷ একজন ভালো শিক্ষক পারে ছাত্রদের সঠিক পথে চলার নির্দেশনা দিতে৷

$ 0.00
3 years ago

পিতা মাতার পরে আমাদের শিক্ষকের স্থান দেওয়া হয়েছে। কেন বা পিতা-মাতার পরে তারাই একমাত্র অভিভাবক যারা আমাদেরকে ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করে এবং অনেকটা সময় আমাদের সাথে পার করেন।

$ 0.00
3 years ago

আশা করি পরবর্তীতে আরও ভাল কিছু লেখা এবং শিক্ষনীয় কিছু লেখা আপনি আমাদের মাঝে তুলে ধরবেন। ধন্যবাদ আপনাকে এবং এগিয়ে যান। ভালো থাকবেন।।

$ 0.00
3 years ago

Wow this post. This article is about good teacher. He is the honourable person in the world. The importance of good teacher can not be expressed in word.

$ 0.00
3 years ago

শিক্ষক মানেই একজন সম্মানী ব্যক্তি। একজন ভালো শিক্ষক এইবারে আমাদেরকে সঠিক পথ দেখাতে সঠিক পথে পরিচালিত করতে। তারাই আমাদের জীবনকে করে তোলে সুন্দরময়। I love him all teacher.

$ 0.00
3 years ago

This story is about good teacher. Good teacher is the most important part of our family. He teaches children very well. He is honourable person.

$ 0.00
3 years ago

This post is about good teacher. Good teacher is very essential to read properly. Thank you very much for helping post.

$ 0.00
3 years ago

শিক্ষক এমন একজন মানুষ যিনি আমাদের জীবনটা কে সঠিক এবং সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেন। পিতা মাতার পরে শিক্ষক একমাত্র মানুষ যিনি আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন।।।

$ 0.00
3 years ago

তোমার গল্পটা পড়ে আমার খুব ভালো লাগলো। পিতা-মাতার পরে শিক্ষক এই আমাদের ভালোর পথ দেখায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বিষয় উপস্থাপন করার জন্য।

$ 0.00
3 years ago

আপনার গল্পটা পড়ে আমার অনেক ভালো লেগেছে। আপনার গল্পে একজন ভালো শিক্ষক এর কথা উল্লেখ আছে। একজন ভালো শিক্ষকসকলের জীবনেই থাকে আর একজন ভালো শিক্ষক পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমার কাছে সে হলো আমার মা। কারন সর্বপ্রথম আমি আমার মায়ের কাছ থেকেই সমস্ত শিক্ষা পেয়েছি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা গল্প আমাদের মাঝে তুলে ধরার জন্য।

$ 0.00
3 years ago

জাতি গঠনের কারিগর একজন শিক্ষক. আপনার অনুচ্ছেদ টা দারুণ ছিলো এর মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারলাম শিক্ষকের গুরুত্ব. ধন্যবাদ ভাইয়া

$ 0.00
3 years ago

শিক্ষক আমাদের অনেক কিছু শিখিয়ে থাকেন। শিক্ষক জাতি গঠনের কারিগর হিসেবে কাজ করে থাকেন। আর ভালো শিক্ষক আরো অনেক ভালো কাজ করে থাকেন। ধন্যবাদ আপনাকে।

$ 0.00
3 years ago

শিক্ষক মানেই হচ্ছে পরম শ্রদ্ধার পাত্র। তিনি আমাদের গুরু। মায়ের পরে আমাদের জীবন এ শিক্ষক এর স্থান। একজন শিক্ষক এর গুরুত্ব আমাদের জীবন এ অপরিসীম।

$ 0.00
3 years ago