শিক্ষক আজকের লেখার টপিকস হচ্ছে শিক্ষককে নিয়ে।
শিক্ষক শব্দটা হচ্ছে এমন একটি শব্দ যেটা আমাদের মাঝে সব সময় বিরাজমান। শিক্ষক মানে হচ্ছে একজন গুরু। শিক্ষক সর্বদা তার ছাত্র-ছাত্রীদের ভালো উপদেশ প্রদান করেন ভালো কাজের জন্য বলেন সৎ পথে থাকতে বলেন। একজন ভালো শিক্ষক অবশ্যই কখন খারাপ কাজ করতে পারে না, মন্দ পথে চলতে পারে না, অসৎ কাজের নির্দেশ দিতে পারে না। শিক্ষক মানেই শিক্ষক হওয়া যায় শিক্ষক হতে হলে কিছু গুণ থাকতে হবে। একজন ভালো শিক্ষক অবশ্যই সময় মেনটেন করে থাকে। যে সময় যে কাজটি করা প্রয়োজন সে কাজটি করে থাকেন। একজন ভালো শিক্ষক অবশ্যই পড়াতে ভালোবাসে। একজন ভালো শিক্ষকের আচরণ অবশ্যই ভালো হয় সবাই তার আচরণ দেখে তাকে পছন্দ করে ভালোবাসে।
তাই আমরা শিক্ষককে কখনো অসম্মান করব না, কখনো খারাপ কথা বলবো না, তখনো তার সাথে মন্দ আচরণ করব না - যেটা তার মন খারাপ করে দেয়।
আমি সম্মান জানাই পৃথিবীর সব শিক্ষককে কারন তারা আমাদের গুরুজন।
অবশ্যই শিক্ষককে সম্মান জানানো উচিত, কারণ বাবা-মায়ের পর তারাই আমাদেরকে সৎপথে ভালো কাজ করতে ভালো মানুষ হতে উপদেশ প্রদান করে থাকেন। তারা আমাদের গুরুজন তাদের কথা মানা আমাদের উচিত। আপনার মত আমিও সকল আদর্শবান শিক্ষককে সম্মান জন্যই।