ছোট বেলা থেকেই বাবাকে তেখে আসছি। আগে ভাবতাম বাবা হয়তো অনেক রাগি, বদমেজাজি। তবে এখন তার কাছের আমার সব আবদার, অনুরোধ। আমার সব কথাই এখন তার সাথে শেয়ার করি। বাবাকে খুব কম সময়ই মায়ের সঙ্গে জোর গলায় অথবা উচ্চ গলায় কথা বলতে তেখেছি। যখন আমি ছোট ছিলাম, মাত্র হাটতে আর কথা বলতে শিখেছি সেরকম একদিন কি একটা বিষয়ে বাবা মায়ের সঙ্গে ঝগড়া হয়। আমি দেখি মা অন্ধকারে বসে কাদঁছে।
এই বিষয়টা দেখেই আমার কি জানি কি হলো সাখে সাথে দৌড়ে বাবার কাছে গেলাম। আর তারপর আমি বাবার হাটুতে মারতে লাগলাম। আমার উচ্চতা তখন বাবার হাটুর সমানই ছিল। আমার এ কান্ড থেকে বাবা-মা দুজনেই অবাক। বাবাতো কিছুই বুঝতে পারছে না। তারটর থেকে বাবাকে আর কোনোদিন মা কে বকতে বা ঝগড়া করতে দেখি নি।
মূলভাব:- নিজের মায়ের কষ্ট কোনো সন্তানই সহ্য করতে পারে না। তা সে সন্তান ছোট হোক বা বড় হোক কারণ এই "মা" ই যে আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছে। যার কারনেই হয়তো মায়ের মুখ দেখেই সন্তান বুঝতে পারে তার মা কেমন আছে। ভালো থাকুক পৃথিবীর প্রত্যেকটি মা এবং সব মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
লেখাটা কেমন হলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।
This post is about mother crying. It is very bad. Keeping your writing style. Thanks for sharing this information.