প্রহেলিকা

6 8
Avatar for abir997
4 years ago

কতোকিছু শেখায় জীবন এই খেলাঘরে, কতো কিছু পেয়েও হারায় কখন!!

কতো কথা রয়ে যায় মনের গভীরে, কতো আশার হয় আজ ছন্দপতন।

প্রহেলিকা ছুতে যাওয়া বড়ই যে দায়, কে জানে কখন নিভে যাবে সে আশা।

যতোই ধাই তার পানে নাহি দেয় ধরা, রবে পড়ে পিছুডাক কাজ হবে সারা।

সময় যে বগো নিষ্ঠুর নির্দয়, সময়ের কাছে মানি হার। রয়ে যাক আজ বিছু অপূর্ণ আশা, অন্তরে মিলে মিশে হবে একাকার।

সে যে ছিল অন্তরের অন্ত:স্থলে, ছিল হয়ে ভালোবাসা জীবনে আমার।

আজ নেই, সে আর কোথাও কোনোখানে, পড়ে আছে ছাই হয়ে হৃদয়ের হাহাকার।

আমি বুঝি আশা সে যে ছিল মরীচিকে, ছুতে যাওয়া মানে মৃত্যু সমান।

আজ বুঝি ভালোবাসা ছিল এই মনে, তার মনে ছিল শুধু আদান-প্রদান।

6
$ 0.00
Sponsors of abir997
empty
empty
empty

Comments

বেশ সুন্দর হয়েছে কবিতাটা। আমি কবিতা পড়তে ভালোবাসি। ধন্যবাদ এতো সুন্দরর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

$ 0.00
4 years ago

ধন্যবাদ

$ 0.00
4 years ago

This article is very mervellous.. Keeping your writing style. You must be successful in life.thanks

$ 0.00
4 years ago

চাইলেই সবকিছু পাওয়া সম্ভব নয়। তবুও কখনো হাল ছাড়তে নেই।। মানুষ পাওয়ার জন্যই আশা করে।। আর কখনো আশা ছাড়তে নেই।

$ 0.00
4 years ago

আমাদের প্রত্যেকেরই কিছু চাওয়া পাওয়া থাকে যেগুলো কখনো পূরণ হবে না জেনেও সেগুলোর পিছনে আমরা করে থাকি। কেননা আমরা জানি যে হাল ছেড়ে দিলে সেটা কখনোই আমার হাতে আসবে না।

$ 0.00
4 years ago

তাই আমাদের উচিত সবসময়ই হাল ধরে রাখা এবং নিজের স্বপ্ন গুলোকেবাস্তবে রূপ দেয়ার জন্য চেষ্টা করা এবং সেই অনুযায়ী সামনের দিকে এগিয়ে চলা। লেখককে ধন্যবাদ জানাচ্ছি।

$ 0.00
4 years ago