কতোকিছু শেখায় জীবন এই খেলাঘরে, কতো কিছু পেয়েও হারায় কখন!!
কতো কথা রয়ে যায় মনের গভীরে, কতো আশার হয় আজ ছন্দপতন।
প্রহেলিকা ছুতে যাওয়া বড়ই যে দায়, কে জানে কখন নিভে যাবে সে আশা।
যতোই ধাই তার পানে নাহি দেয় ধরা, রবে পড়ে পিছুডাক কাজ হবে সারা।
সময় যে বগো নিষ্ঠুর নির্দয়, সময়ের কাছে মানি হার। রয়ে যাক আজ বিছু অপূর্ণ আশা, অন্তরে মিলে মিশে হবে একাকার।
সে যে ছিল অন্তরের অন্ত:স্থলে, ছিল হয়ে ভালোবাসা জীবনে আমার।
আজ নেই, সে আর কোথাও কোনোখানে, পড়ে আছে ছাই হয়ে হৃদয়ের হাহাকার।
আমি বুঝি আশা সে যে ছিল মরীচিকে, ছুতে যাওয়া মানে মৃত্যু সমান।
আজ বুঝি ভালোবাসা ছিল এই মনে, তার মনে ছিল শুধু আদান-প্রদান।
6
8
Written by
abir997
abir997
4 years ago
বেশ সুন্দর হয়েছে কবিতাটা। আমি কবিতা পড়তে ভালোবাসি। ধন্যবাদ এতো সুন্দরর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।