যেমন করোনায় স্তব্ধ পুরো পৃথিবী, তোমাতে স্তব্ধ ামমার মন।
যেমন লকডাউনে থমকে থাকে, তোমাতে হারাই সারাক্ষন।
দূরে থাকো, তবুও ভালো থেকো তুমিতুমি এ আমার প্রার্থনা।
তোমার জন্য সইবে হৃদয়, আমরণ যন্ত্রনা।
যখন দুর। আকাশে মেঘের পানে, তাকিয়ে দীর্ঘশ্বাস।
তোমার চোখের তারায় দেখি আমার সর্বনাশ।
হারিয়ে যাওয়া দিনগুলি সব, কভু আর ফিরবে না।
অপেক্ষায় নিদ্রবিহীন, নিশি আর জাগবে না।
কর্ণ হিতে মর্ম পশিল, ওই সুমধুর স্বর।
জানি আমি, তবু জানি আমি, সে যে আমার পর।
কোনোদিন যদি বলি বিদায়, আবার আসবো ফিরে,
আমার মনের এককোণে তুমি, থাকবে আমাকে ঘিড়ে।
গল্পের নামটা পড়েই বোঝা যাচ্ছে যে গল্পটা কোন দিকে যেতে চলেছে। লেখককে ধন্যবাদ তার মনের অনুভূতি তা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আশা করি লেখাটা সবার ভালো লাগবে।