আকাশে মেঘের তোরজোর দেখলে
ভয় লাগতো খুব
এ যেন এখন নামলো বৃষ্টি
জলে দিলাম ডুব।
টিনের চালা আমাদের
ফুটো ছিল অনেক বেশি
ভয়ে ভয়ে থাকতাম মোরা
এই পড়ল বৃষ্টি বুঝি।
চারদিকে বৃষ্টি না পড়ার জন্য
সারা ঘরময় থালা -বাসনে
তবুও যেন দুশমন বৃষ্টি
আমাদের দুচোখ বয়ে।
আজও সে স্মৃতি পড়লে মনে
কস্ট পাই ক্ষণে ক্ষণে
অনেক কষ্টের টিনের চালের ঘর
আজ পরিনত দালান ঘর।
টিনের চালাঘর কবিতাটি সত্যি অসাধারণ হয়েছে। অনেক ভালো লাগলো আপনার লেখা টিনের চালাঘর কবিতাটি। ধন্যবাদ আপনাকে।