থাই কোকানাট সুপ

5 14
চালকুমড়া কুচি  ৩২৫ গ্রাম
পেস্ত্ট ১ চা চামচ
লেবুুর রস ২ চা চামচ
নারিকেল ঘন ১ কাপ
শুকনা চিংড়ি ৭৫ গ্রাম
নারিকেল পাতলা দুধ ৩ কাপ
পেয়াাজ ২ টি 
লবণ
শুকনো মরিচ ২ টি
কাচা মরিচ ২ টি
তৈরি নিয়ম:
১.চালকুমড়া খোসা ছাড়িয়ে পাতলা করে কুচি করে
নিন। সাথে লেবুর রস মাখিয়ে ২০ মিনিট রাখুন।
২.শুকনো চিংড়ী পেয়াজ শুকনো মরিচ কাচা মরিচ
পেস্ট মিহি করে বেটে দিন।
৩.সসপ্যানে ঘন নারিকেলের দুধ দিয়ে একবার ফুটান
ফুটে উঠা মাএ বাটা মসলা দিয়ে ৫ মিনিট চুলায়
রেখে নাড়তে থালুন। চালকুমড়া দিয়ে আাচ কমিয়ে
নিন।১০ মিনিট ফুটানো পর নারিকেল পাতলা দুধ
দাও এরপর সব উপকরণ দিয়ে নাড়িয়ে ফুটে উঠলে
নামিয়ে ফেলুন। তারপর গরম গরম পরিবেশন করুন।
Sponsors of abanik111
empty
empty
empty

7
$ 0.03
$ 0.03 from @TheRandomRewarder
Sponsors of abanik111
empty
empty
empty

Comments

আমি লাইফে অনেক ধরনের সুপ বানাইছি, অনেক ধরনের সুপ খাইছি কিন্তু থাই কোকোনাট সুপ এর আগে কখনো বানানো হয়নি আর খাওয়াও হয় নি।

$ 0.00
4 years ago

যখন তৈরি করবেন তখন আমাদের বলিয়েন

$ 0.00
4 years ago

জি ভাইয়া অবশ্যই বলবো।

$ 0.00
4 years ago

সুপ জিনিস টা আমার অপছন্দের কারন আমাদের বাড়িতে কারোর পেট খারাপ হলে মা তাকে সুপ খেতে বলে ,, 🤮🤮আর টেস্ট ও তেমন কোন আহামরি কিছু নয় ,, কিন্তু এই সুপ টা দেখে আমার কারান যোহার এর এড এর কথা মনে পরে গেল ,,, ঔ সুপ টা টেস্টি

$ 0.00
4 years ago

স্যুপের মধ্যে মাশরুম স্যুপ, চিকেন স্যুপ, নর রেডিমেড স্যুপ, ম্যাগি রেডিমেড স্যুপ খাওয়া হয় প্রায়ইম রেডিমেড গুলা বাসায় খেলে বাকীগুলা রেস্টুরেন্টে প্রায়ই খাওয়া হয়। এরমধ্যে ফেভারিট মাশরুম স্যুপ।

$ 0.00
4 years ago