অন্যায় বিরুদ্ধে

7 34
Avatar for abanik111
4 years ago

আমার মুষ্টিব্দ হাত,

অন্যায় বিরুদ্ধে

যত অনিয়ম দুনীতি

প্রতিবাদ করো একসাথে।

হাতের পাঁচটি আঙ্গুল

পঞ্চ শক্তি প্রতীক।

তুৃমি রুখে দাড়লে

হয়ে যায় সব টিক।

তোমার জন্য এনেছ যারা

স্বাধীনতার লাল সূর্য

তোমকে করতে হবে রক্ষা

জীবন করে তুচ্ছ।

11
$ 0.16
$ 0.16 from @TheRandomRewarder
Sponsors of abanik111
empty
empty
empty
Avatar for abanik111
4 years ago

Comments

অনেক সুন্দর হয়েছে।সত্যিই সকলের উচিত অন্যায় এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো।ধন্যবাদ

$ 0.00
4 years ago

চমৎকার আর্টিকেল।অন্যায়ের বিরুদ্ধে সকলের রুখে দাঁড়ানো উচিৎ। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে উভয়ই সমান অপরাধী। তাই অন্যায়কে কখনই প্রশ্রয় দেয়া উচিৎ নয়

$ 0.00
4 years ago

এটা আসলেই অনেক শক্তিশালী একটি কবিতা। আপনার কবিতায় অনেক জোর আছে এই কবিতাটি শেয়ার করার জন্য আপনাকে খুবই ধন্যবাদ। এই কবিতাটিতে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলা হয়েছে এর উপরে আর কি ভালো কবিতা হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে।

$ 0.00
4 years ago

অন্যায়ের বিরুদ্ধে কবিতাটি সত্যিই অপূর্ব হয়েছে। এই কবিতাটির মধ্যে দিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ফুটিয়ে তুলেছেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

$ 0.00
4 years ago

অন্যায়ের বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়ানো উচিত। অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই সম অপরাধে অপরাধী। ধন্যবাদ আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন।

$ 0.00
4 years ago

দারুণ আর্টিকেল। অন্যায় এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের উচিত। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমাদের সমাজে অন্যায়ের বিরুদ্ধে কোনও প্রতিবাদ না করায় অন্যায়কারীরা অনবরত অন্যায় করেই যাচ্ছে। একের পর এক ধর্ষণ, খুন ইত্যাদি চলছেই। তাই নিজেদের সতর্ক হয়ে অন্যায় এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

$ 0.00
4 years ago

খুব সুন্দর একটি প্রবন্ধ। আমাদের সকলের উচিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার রুখে দাঁড়ানোর তা না হলে সমাজে দুর্নীতি বেড়িয়েই যাবে।

$ 0.00
4 years ago