মিষ্টি কুমড়া ভরতা রেসিপি

7 20
Avatar for abanik111
4 years ago

আবারো আপনাদের সামনে হাজির হলাম অতি সহজ একটি রেসিপি, যা কিনা আপনি অতি সহজ উপায় এ বাড়িতে নিজে তৈরি করতে পারবেন।

চলুন কিভাবে এই রেসিপি তৈরি করবেন জেনে নিই।

উপকরণ :

  • মিষ্টি কুমড়া আধা কেজি।

  • সরষে বাটা ১ টেবিলচামচ।

  • পেঁয়াজ কুচি ২ টেবিলচামচ।

  • কাচামরিচ কুচি ১ টেবিলচামচ।

  • লবণ পরিমাণ মতো।

  • চিনি ১ টেবিলচামচ।

  • লেবুর রস ১ টেবিলচামচ।

  • সরিষার তেল ২ টেবিলচামচ।

তৈরি করার নিয়ম:

  • কুমড়ার খোসা ফেলে দিয়ে ফালি ফালি করে সিদ্ধ করে নিন।

  • ভালোভাবে পানি ঝরিয়ে হাত দিয়ে বা চামচ দিয়ে চটকিয়ে রেখে দিন।

  • এরপর সরিষার বাটা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ, লেবুর রস, চিনি সব উপকরণ দিয়ে সরিষার তেল সাথে মাখিয়ে নিন।

  • কড়াইতে অল্প তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে ভরতা ঢেলে দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলুন।

  • এরপর গরম গরম পরিবেশন করুন।

Sponsors of abanik111
empty
empty
empty

7
$ 0.00
Sponsors of abanik111
empty
empty
empty
Avatar for abanik111
4 years ago

Comments

দেখে মুখে পানি এসে পড়েছে। মিষ্টি কুমড়ার ভর্তা কখনো খাইনি। ধন্যবাদ শেয়ার করার জন্য আপু

$ 0.00
4 years ago

আবারো একটি ভর্তা রেসিপি পেলাম আপনার কাছ থেকে।আচ্ছা ভাই আরো কিছু কি বাকি আছে,মানে আরো কোনো ভর্তা..??

$ 0.00
4 years ago

সুন্দর একটি ভর্তার রেসিপি পেলাম আপনার কাছে ভাই ভালো লাগে মিষ্টি কুমড়ার ভর্তা খেতে। আপনার উপকরণ গুলো ভালো ভাবে সাজানো হয়েছে অনেক অনেক ধন্যবাদ এই রকম একটি আর্টিকেল লেখার জন্য।

$ 0.00
4 years ago

Misti kumra vorta ami khub pochondo kore karon amai misty kumra khub pochobdo kore ammu pry kore dai

$ 0.00
4 years ago

মিষ্টি কুমড়ার ভর্তা কখনো খাইনি। পুষ্টিকনা অনেক পুষ্টিকর খাবার। এবার অবশ্যই বানিয়ে দেখবো মিষ্টি কুমড়ার ভর্তা খেতে কেমন

$ 0.00
4 years ago

Misty kumra khata jmn darun sorirar jonno tmne upokari.tai to aita ammi khawar jonno khub jor kore jodio ata amar valo lage na tmn kintu amar spur khub valo lage

$ 0.00
4 years ago

খুব ভালো হয়েছে। এই রেসিপি খুব ভালো হবে মনে হয়।

$ 0.00
4 years ago