মিক্সড ভেজিটেবল সুপ

7 16
উপকরণ:
বরবটি ৯০ গ্রাম।
আদা কুচি ১/২ চা চামচ।
বাাধকপি ১০০ গ্রাম।
সাদা গোল মরিচ ১/২ চা চামচ।
টমটো, গাজর ১টি
তেতুল ১ চা চামচ
বিফ অথবা চিকেন ৮ কাপ।
বিনকাড কেক ২ টি
লবণ ২চা চামচ
পেয়াজ ১ টি
ট্রান্সপারেন্ট ভারমিসিলি ১০০ গ্রাম।
রসুন কুচি ২ কোষ
তেল ১ টেবিল চামচ
তেজপাতা ১ টি
ধনেপাতা কুচি ১ চা চামচ
তৈরি নিয়ম:
*বাঁধাকপি ও বরবটি ভালোকরে ধুয়ে নিন।
টমটো ও গাজর কুচি করে নিন।
*তেলে পেয়াজ ও রসুন দিয়ে নাড়। 
নরম হলে তেজপাতা আাদা গোলমরিচ লবণ 
এবং তেতুলঁ দিয়ে ২ মিনিট মত নাড়ুন।
ফুটানো জন্য পানি দিন।
*ভাজা মসলা এবং সবজি দিয়ে ১৫ মিনিট ফুটান
ভারমিসিলি বা নুডলস দাও।ফুটানো হলে নামিয়ে
ফেলুন।
*গরম গরম সুপে ধনে পাতা দিয়ে পরিবেশন করুন।
Sponsors of abanik111
empty
empty
empty

5
$ 0.09
$ 0.09 from @TheRandomRewarder
Sponsors of abanik111
empty
empty
empty

Comments

অসাধারন হয়েছে ভাইয়া। সুপ এমনিতেই আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা খাবার আর মিক্সড ভেজিটেবল সুপ অনেক সুস্বাদু ও মজাদার।

$ 0.00
4 years ago

thanks apu. your nice oppenion

$ 0.00
4 years ago

You're welcome dear bro.

$ 0.00
4 years ago

সুপ খেতে আমার খুব ভালো লাগে। আমার পছন্দের খাবার এর মধ্যে এটি একটি। এটা অনেক পুষ্টিকর ।

$ 0.00
4 years ago

বাহ সুপ ভালো কিন্তু আমি সুপ খাই না কারন এটার স্বাদ বারানোর জন্য ব্যবহার করা হয় ডিম ,, যা আমর পছন্দ নয় ,, আর এটা অসুস্থ অবস্থায় সবাই খায় ,, তবে আপনার বন্ধুদের পোস্ট হিসেবেই ভালো বললাম

$ 0.00
4 years ago

সবজি আমাদের জন্য খুব উপকারী এটি একটি স্বাস্থসম্মত খাবার। রেসিপি দেখে বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে।

$ 0.00
4 years ago