লাবড়া রেসিপি

3 24

উপকরণ :

  • ডাটা ২টি।

  • পটল ৬ টি।

  • চালকুমড়া ২ ফালি।

  • বেগুন ২ টি।

  • কুমড়া ১ ফালি।

  • লবণ ২ চা চামচ।

  • হলুদ বাটা ১/২ চা চামচ।

  • মরিচ বাটা ১/৪ চা চামচ।

  • জিরা বাটা ১/৪ চা চামচ।

  • তেল ১/২ কাপ।

  • পাঁচফোড়ন ১ চা চামচ।

তৈরি করার নিয়ম :

  • সব সবজি ধুয়ে খোসা ছড়িয়ে নেন এবং টুকরো করে নেন।

  • কুমড়া ও বেগুন বাদে অন্যান্য সবজি মসলা ও লবণ ও সামান্য পানি দিয়ে উনুনে দাও।সবজি আধা সিদ্ধ হলে বেগুন ও কুকড়া দাও। সবজি সিদ্ধ হলে ১ টেবিল চামচ চিনি দিয়ে নাড়িয়ে দিন।

  • তেলে পাচফোড়ন দাও।তেজপাতা ও কাঁচামরিচ দিয়ে ভেজে সিদ্ধ সবজি ঢেলে দাও।সবজির সাথে মাছ বা মাছের মাথা দিয়ে লাবড়া রান্না করা যায়।

  • গরম গরম পরিবেশন করুন।

Sponsors of abanik111
empty
empty
empty

4
$ 0.07
$ 0.07 from @TheRandomRewarder
Sponsors of abanik111
empty
empty
empty

Comments

আপনার রেসিপি টা খুব সুন্দর হয়েছে ভাই। এটা খেতে আমি খুবই ভালোবাসি। এটা আমি মাঝেমধ্যে খেয়ে থাকি। এত সুন্দর রেসিপি তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

$ 0.00
4 years ago

রেসিপিটা সম্পূর্ণ নতুন আমার জন্য। এটা আমি আগে কখনো খাইনি। এবং বানাইয়তেও দেখিনি কাউকে। আশা করি এবার ট্রাই করবো।

$ 0.00
4 years ago

Wow so yummmmi recipe

$ 0.00
4 years ago