2
10
ক্ষুধাত্ত পেটে
চেনাকে মনে হয় অচেনা,
এই পৃথিবীতে
কত ক্ষুধাত্ত তা অজানা।
আমার আছে অন্ন,
আমি খেতে পারলে হলো
কে রয়েছে ক্ষুধাত্ত,
তা না জানলে ও ভালো।
কে খেলে আর না খেলো
আমার কি এসে যাই,
আমার থালায় মাছের মুরা
পেঠ পুরে খাই।
এই সমাজ এই বিশ্ব
ক্ষুূধাত্তদের দেখে না,
দিনে দিনে বাড়ে সংখ্যা
আর কমে না।
খুবই হৃদয়বিদারক কবিতা।আমাদের সমাজে এমন অনেক লোক আছে যাদের অর্থের অভাব নেই কিন্তু তারা গরীবদের একটু সাহায্যও করতে চায়না।অথচা দান করলে আল্লাহ টাকাপয়সায় বরকত দান করেন