কাঁকরোলের দোলমা ভাজি

3 20

উপকরণ :

  • কাঁকরোল ১০ টি।

  • নারিকেল ১ টি।

  • পোস্ত দানা ২ চা চামচ।

  • কাচা মরিচ ৪ টি।

  • পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ।

  • বিলাতি ধনেপাতা কুচি ৪ টেবিল চামচ।

  • চালের গুড়ি ৪ টেবিল চামচ।

  • তেল ভাজার জন্য।

তৈরি করার নিয়ম:

  • কাঁকরোল ডুবো পানিতে সিদ্ধ করে নিন।লম্বায় সমান দু টুকরো করে নিন।চায়ের চামচ দিয়ে কাঁকরোল ভিতরের শাস কুড়িয়ে তোল।

  • বীচি ও শাসের সাথে ৪ টুকরো সিদ্ধ কাঁকরোল নারিকেল, কাঁচামরিচ, পোস্তদানা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি লবণ মিশাও।

  • কাঁকরোল খোলে মিশানো নারিকেল খুব ভাল করে উচু করে ভর যেন গোটা কাঁকরোলের মত যেন দেখা যাই।

  • চালের গুঁড়িতে পানি দিয়ে ঘন থকথকে গোলা কর,সামান্য লবণ দিয়ে।নারিকেল উপর এই গোলার পলেপ দিয়ে ঢেকে দিন।গোলা যেন গড়িয়ে নিচে কাঁকরোল উপর না পড়ে।

  • ডুবোতেল ভাজিয়ে নিন।

  • এরপর গরম গরম পরিবেশন করুন।

Sponsors of abanik111
empty
empty
empty

5
$ 0.12
$ 0.12 from @TheRandomRewarder
Sponsors of abanik111
empty
empty
empty

Comments

আপনার রেসিপি দেখে জিব্বায় পানি চলে আসার মত। এই খাবারটি আমার অত্যন্ত প্রিয় একটা খাবার এটা খেতে আমি অনেক ভালোবাসি।

$ 0.00
4 years ago

কাকরোল আমি তেমন একটা পছন্দ করি না খেতে। তবে কাঁকরোলের দোলমা কয়েকবার বানিয়েছি বাসায়।

$ 0.00
4 years ago

Kakrol amar akdom valo lage na karon kakrol ar bicir jonno osojjo lage ai kakrol kintu apnar repi dakha khub valo laglo basai obossoi try korbo

$ 0.00
4 years ago