2
18
Written by
abanik111
abanik111
4 years ago
উপকরণ :
চিংড়ি ২ কাপ।
কাচা মরিচ কুচি ১/২ চা চামচ।
আদা বাটা ১/২ চা চামচ।
মরিচ বাটা ১/২ চা চামচ।
গোলমরিচ বাটা ১/২ চা চামচ।
পেঁয়াজ কুচি মিহি ২ টেবিল চা চামচ।
রসুন কুচি ১ চা চামচ।
পুদিনা পাতা কুচি ১ চা চামচ।
ডিম ১ টি।
পাউরুটি গুড়াঁ ১/২ কাপ।
ময়দা ১ টেবিল চামচ।
তেল পরিমাণ মতো।
তৈরি করার নিয়ম :
চিংড়ী খোসা ছড়িয়ে ধুয়ে কিমা কর। বাটা মসলা পেঁয়াজ রসুন, কাচা মরিচ ও পুদিনাপাতা দিয়ে মিশাও। রুটির গুড়া ডিম ও ১ চামচ লবণ দিয়ে মিশাও।
ময়দার ছিট দিয়ে চিংড়ির কাটলেট তৈরি কর।ডুবো তেলে ভাজ।
লেবুর রস অথবা সসের সাথে গরম গরম পরিবেশন করুন।
Written by
abanik111
abanik111
4 years ago
চিংড়ি মাছ আমার এমনিতেই অনেক ভালো লাগে খেতে। ধন্যবাদ ভাইয়া চিংড়ি মাছের কাটলেটের রেসিপিটি শেয়ার করার জন্য। চিংড়ি মাছের কাটলেট খুব মজাদার।