চিংড়ি কোরমা

16 14
Avatar for abanik111
4 years ago

প্রিয় বন্ধুরা

আশা করি সবাই ভালো আছেন, নিরাপদ আাছেন।

আবারো আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি এই রেসিপি টি আপনাদের ভালো লাগবে।

আসুন জেনে নিই রেসিপি টি কিভাবে তৈরি করতে হবে 👇👇👇👇

উপকরণ সমূহ :

  • মাঝারি সাইজের চিংড়ী ১৪/১৫ টি।

  • দই ১৫০ গ্রাম।

  • আদা বাটা ১/২ চা চামচ।

  • রসুনবাটা ১ চা চামচ।

  • হলুদ গুড়ো ১/৪ চা চামচ।

  • ধনে গুড়া ১ চা চামচ।

  • পোস্ত ১ বড় চামচ।

  • কাজুবাদাম বাটা ১ বড় চামচ।

  • কাচা মরিচ ৪-৫ টি।

  • ধনেপাতা কুচি ১ বড় চামচ।

  • ঘি বা তেল ২ বড় চামচ।

তৈরি করার নিয়ম :

  • ১০০ গ্রাম দই, আদা বাটা, রসুনবাটা হলুদ গুড়ো এবং সামান্য লবণ দিয়ে চিংড়ি মেখে রাখুন ৩০ মিনিট।

  • কড়াইতে তেল বা ঘি গরম হলে কাজুবাদাম, ধনে, পোস্তদানা বাটা দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন।

  • এরপর চিংড়ি মাছ মাখাটা দিন মরিচ এবং লবণ দিন।

  • এবার বাকি দই সামান্য জল দিয়ে ফেটিয়ে মিশিয়ে দিন।

  • ৫-৭ মিনিট রান্না করুন। পরিবেশন করার আগে ধনেপাতা কুচি দিয়ে দিন।

★ রান্না হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন গরম ভাতে সাথে ★

Sponsors of abanik111
empty
empty
empty

8
$ 0.00
Sponsors of abanik111
empty
empty
empty
Avatar for abanik111
4 years ago

Comments

চিংড়ি আমার খুব পছন্দের খাবার। চিংড়ির এই রেসিপিটাও ট্রাই করবো

$ 0.00
4 years ago

টিক আছে বাসায় বানিয়ে দেখিয়েন।

$ 0.00
4 years ago

চিংড়ি আমার খুবই পছন্দ। এর সব ধরনের খাবার আমি ভালবাসি। রেসিপি টা try করব।

$ 0.00
4 years ago

আপনার রেসিপিটা ভাই অনেক অনেক সুন্দর হয়েছে এর আগে আপনি যতগুলো রেসিপি দিয়েছেন আমার কাছে খুবই ভালো লেগেছে।

$ 0.00
4 years ago

আহা দেখেই লোভ লেগে যাচ্ছে আমার।চিংড়ি আমার অনেক প্রিয়।ধন্যবাদ আপনাকে এমন একটি রেসিপি শেয়ার করার জন্য

$ 0.00
4 years ago

আমার দেওয়া রেসেপি বাড়িতে রান্না করে দেখতে পারেন।

$ 0.00
4 years ago

it's one of my favourite dish....i love it...thanks for sharing

$ 0.00
4 years ago

Welcome sister ❤️

$ 0.00
4 years ago

চিংড়ি মাছ এমনিতেই আমার খুব প্রিয়। আর চিংড়ি কোরমা হলেতো কোনো কথাই নেই। কেননা, চিংড়ি কোরমা ভীষণ মজাদার একটা খাবার। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

$ 0.00
4 years ago

হা চিংড়ি একটি লোভনীয় মজাদার খাবার। এর তুলনা কখনো হয়না।এটি দেখলে এমনি মুখে জল চলে আসে।

$ 0.00
4 years ago

হুম ঠিক তাই। আমিও আপনার সাথে একমত।

$ 0.00
4 years ago

Oh.... khub sundor recipe❤👈

$ 0.00
4 years ago

খুবই ভাল। দেখে তো খেতেই ইচ্ছে করতেছে

$ 0.00
4 years ago

সব সময় পাশে থাকার জন্য ❤️

$ 0.00
4 years ago

❤✌

$ 0.00
4 years ago

Good tips. Tnxs dear

$ 0.00
4 years ago