চিলি টমটো ক্র্যাব কাকড়া কারি

9 36
Avatar for abanik111
4 years ago

উপকরণ :

  • কাকড়া (ক্র্যাব) ৫০০ গ্রাম।

  • পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ।

  • শুকনো মরিচ বাটা ১/২ চা চামচ।

  • রসুন বাটা ২ চা চামচ।

  • আদা বাটা ২ চা চামচ।

  • চিলি চস ১ চা চামচ।

  • টমটো সস ৩ টেবিল চামচ।

  • ফিস সস ১ চামচ।

  • কন ফ্লাওয়ার পরিমাণ মতো।

  • লবণ পরিমাণ মতো।

  • চিনি পরিমাণ মতো।

  • তেল পরিমাণ মতো।

তৈরি করার নিয়ম:

প্যানে তেল গরম করে কেটে রাখা ক্র্যাব গুলো অল্প অল্প করে দিয়ে লাল করে ভেজে তুলে নিন। একসাথে না ভেজে ধাপে ধাপে ভাজলে তেল কম লাগবে।

ক্র্যাব ভাজা হয়ে গেলে সেই তেলে পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে নিয়ে একে একে মরিচ বাটা,আদা রসুন বাটা লবণ দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিন।তারপর ওখানে ক্র্যাব গুলো দিয়ে দিন।

নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মসলার সাথে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ৫ মিনিট মতো।

তারপর চিলি সস, টমটো সস ফিস সস দিন। তারপর দেখুন সস কারণে টক লাগে কিনা,টক লাগলে পরিমাণ মতো চিনি দিতে পারেন। তারপর। কনফ্লাওয়ার দিয়ে একটু পর নামিয়ে ফেলতে পারেন।তারপর গরম গরম পরিবেশন করতে পারেন।

Sponsors of abanik111
empty
empty
empty

6
$ 0.17
$ 0.17 from @TheRandomRewarder
Sponsors of abanik111
empty
empty
empty
Avatar for abanik111
4 years ago

Comments

আপু আমি আপনার প্রতিটি রেসিপি দেখে রান্না করার চেষ্টা করি আর এই রেসিপিটা তো আমার খুবই পছন্দের আর আমি এটা অবশ্যই রান্না করবো, দোয়া করবেন যাতে ভালো রান্না হয় আর সবাই পছন্দ করে।

$ 0.00
4 years ago

আসসালামু আলাইকুম আপু...মাস আল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে testy হবে মনে হয়, ট্রাই করে দেখতে হবে, ধন্যবাদ আপনাকে

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপু। আপানার ভুল হচ্চে আমি আপু না 😒

$ 0.00
4 years ago

অনেক ভালো লাগছে।কিন্তু আমি কাকড়া খাই নাহ।তাই আর টেষ্ট করারও ইচ্ছে নাই।ধন্যবাদ

$ 0.00
4 years ago

Kakra ami akbar khayachi tai amar kacha to khub valo lagacha

$ 0.00
4 years ago

আপনার এত পদের রেসিপি হয় জানতাম না। খেতে তো পারব না। মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে।

$ 0.00
4 years ago

Kakra ami age kokhono khi nai ar khawaro icha nai karon amar ta pochobdo na

$ 0.00
4 years ago

কাকড়ার কোন রেসিপি আগে কখনো খেয়ে দেখি নি কেমন লাগে। কিন্তু শুনেছি এগুলো নাকি খুব টেস্টি হয় আর আপনার এই খাবার দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি এবং সুস্বাদু হবে ধন্যবাদ এমন একটা রেসিপি সামনে আনার জন্য।

$ 0.00
4 years ago

Wow nice recipe

$ 0.00
4 years ago