প্রকৃতি

8 34

প্রকৃতি মানে আমরা বুঝি গাছপাল, সবুজ বৃক্ষ এগুলা। কিন্তু প্রকৃতি বলতে আমি বুঝি সৃষ্টিকর্তা কতৃক প্রদত্ত নিয়ম।

প্রকৃতি কখনও কাউকে ছাড় দেয়না। আপনি ভালো কাজ করলে আপনাকে সমাজে ভালো একটা পরিচয় দিবে। খারাপ কাজ করলে খারাপ পরিচয়। এছাড়া দুনিয়ায় ও শাস্তি পরকালেও শাস্তি।

ধরেন এই করোনা ভাইরাস।

আমরা প্রকৃতিকে অনেক নির্যাতন করেছি। অযথা গাছ কেটে ফেলছিলাম। কলকারখানার পরিমান বৃদ্ধি করে বাতাস বিষাক্ত করেছি। কিন্তু যখন প্রকৃতি উল্টা একটা নিশ্বাস ছেড়েছে তখন আমরা আজকে কত মাস ঘরবন্দী, কত মানুষ মরেছে। হিসাব আছে কি?

প্রকৃতি কখনো কাউকে ছাড় দেয়না। একাল হোক ওকাল হোক আপনার কর্মের ফল অবশ্যই।

তাই সৃষ্টিকর্তার নিয়ম মেনে চলুন। কাউকে সেটা হোক পশু, প্রকৃতি অবিচার করবেন না।

শুভ অপরাহ্ন।

7
$ 0.09
$ 0.09 from @Vijay00
Sponsors of Zayed_Masood
empty
empty
empty

Comments

হুম রাইট সুযোগ পেলে প্রকৃতি ও আমাদের এক হাত দেখে নেয়।তাই প্রকৃতি রক্ষার জন্য এবং নিজেদের বাঁচার জন্য বিভিন্ন দূষন থেকে প্রকৃতি কে রক্ষা করতে হবে।ধন্যবাদ। সুন্দর হয়েছে।খুব ভালো ট্রপিক।

$ 0.00
4 years ago

ধন্যবাদ পাশে থাকার জন্য। আশা করি সব সময় পাশেই থাকবেন।

$ 0.00
4 years ago

প্রকৃতি সত্যি খুব সুন্দর। কিন্তু আমরা মানুষেরাই এর সৌন্দর্য নষ্ট করে ফেলছি।😢

$ 0.00
4 years ago

সেটা তো অনেকেই বুঝেও বুঝেনা

$ 0.00
4 years ago

আমরা সমাজে ভালো খারাপ মিলেই বসবাস করি। কিছু মানুষ খারাপ জানা সত্তেও তাকে কেউ সমাজ থেকে আলাদা করতে পারি না কারণ হয়তো আপনারা সবাই জানেন। এই সব মানুষকে এইসব কাজের জন্য পরকালে জবাবদিহি করতে হবে।

$ 0.00
4 years ago

হুম। কিন্তু যখন মানুষের কাজ এর উত্তর প্রকৃতি দেয় তখন সেটা মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে যাবে।

$ 0.00
4 years ago

প্রকৃতি বলেন আর যাই বলেন,আল্লাহ কারো উপর অবিচার করেন না।সময়ের ব্যাপার মাত্র!প্রত্যকে এ পাড়ে হোক আর ঐ পাড়ে যেমন কাজ করবে তেমন ফল পাবে!

$ 0.00
4 years ago

সেটায় বললাম। আমরা যেই কাজ করি প্রকৃতি সেটায় ফিরিয়ে দেয় মাত্র।

$ 0.00
4 years ago