প্রকৃতি মানে আমরা বুঝি গাছপাল, সবুজ বৃক্ষ এগুলা। কিন্তু প্রকৃতি বলতে আমি বুঝি সৃষ্টিকর্তা কতৃক প্রদত্ত নিয়ম।
প্রকৃতি কখনও কাউকে ছাড় দেয়না। আপনি ভালো কাজ করলে আপনাকে সমাজে ভালো একটা পরিচয় দিবে। খারাপ কাজ করলে খারাপ পরিচয়। এছাড়া দুনিয়ায় ও শাস্তি পরকালেও শাস্তি।
ধরেন এই করোনা ভাইরাস।
আমরা প্রকৃতিকে অনেক নির্যাতন করেছি। অযথা গাছ কেটে ফেলছিলাম। কলকারখানার পরিমান বৃদ্ধি করে বাতাস বিষাক্ত করেছি। কিন্তু যখন প্রকৃতি উল্টা একটা নিশ্বাস ছেড়েছে তখন আমরা আজকে কত মাস ঘরবন্দী, কত মানুষ মরেছে। হিসাব আছে কি?
প্রকৃতি কখনো কাউকে ছাড় দেয়না। একাল হোক ওকাল হোক আপনার কর্মের ফল অবশ্যই।
তাই সৃষ্টিকর্তার নিয়ম মেনে চলুন। কাউকে সেটা হোক পশু, প্রকৃতি অবিচার করবেন না।
শুভ অপরাহ্ন।
হুম রাইট সুযোগ পেলে প্রকৃতি ও আমাদের এক হাত দেখে নেয়।তাই প্রকৃতি রক্ষার জন্য এবং নিজেদের বাঁচার জন্য বিভিন্ন দূষন থেকে প্রকৃতি কে রক্ষা করতে হবে।ধন্যবাদ। সুন্দর হয়েছে।খুব ভালো ট্রপিক।