সুখ।অদৃশ্য এক বস্তু।
আমরা এটার পিছেই দৌড়ায়। কিন্তু পায়না।
কিশোর বয়স, সদ্য যৌবনে উঠা, মেয়েটা যদি শালীন পোশাকে বাড়ি থেকে বের হয় মা বাবা একটু করে মুচকি হাসি দিবে ওটায় সুখ খুজে পাবে। কিন্তু অন্য পুরুষের সামনে তুমি অশ্লীল পোশাকে গেলেও এত সুখ পাবেনা।
সদ্য যৌবনে পা রাখা ছেলে যখন সন্ধ্যার ঘরে ফিরে পড়ার টেবিলে বসে অভিনয় করেও মায়ের মুখে এক চিলতে হাসি দেখা যাবে সেটায় সুখ খুজে নিও। রাত দেরীতে মাঝে মাঝে ফিরো। অন্যের মেয়েকে বিরক্ত করতে সুখ পাও নিজের বোনের বেলায় ভাবো?
সুখ লাগছে যাও সমুদ্রের পাড়ে, পাহাড়ের উপর, নদীর উপর ব্রিজে যাও।গিয়ে নির্মল হাওয়ায় বুকভরে বাতাস নাও, যেটা তুমি রাস্তায় পাবে বর্ষায়, বৃষ্টির পরে।
সুখ লাগছে যাও সৃষ্টিকর্তার ডাকে সাড়া দাও, গিয়ে প্রভুর ডাকে এমন ভাবে সাড়া দাও সকল পাপ স্বীকার করো, ক্ষমা চাও। কেমন বোধ করছো? নিশ্চিত মায়ের কাছে সিগারেটের স্বীকারোক্তির চেয়েও আরামদায়ক।
আর যায় হোক সুখ খুজতে নিজের ভালোবাসার মানুষকে ঠকিও না। স্বামী রেখে পরপুরুষ কিংবা স্ত্রী রেখে পরনারীর বুকে সুখ খুজছ, মাথায় রেখো ওটা বিষ, তোমাকে স্লো পয়জনিং করা হচ্ছে।
দূরে থাকো অবৈধপনা থেকে।
যাই হোক আজকে এতটুকুই।
শুভরাত্রি।
আপনার লেখার বিষয় টা খুব ভল ছিলো। সকল মানুষ জিবনে সুখ চাই। কিন্তু সুখের জন্য তারা অন্য মানহষপর সুখ নষ্ট করতে পিছ পা হয়না। এত কি মানুষ ভাল থাকবে? সুখে থাকবে?