সুখ!

3 12

সুখ।অদৃশ্য এক বস্তু।

আমরা এটার পিছেই দৌড়ায়। কিন্তু পায়না।

কিশোর বয়স, সদ্য যৌবনে উঠা, মেয়েটা যদি শালীন পোশাকে বাড়ি থেকে বের হয় মা বাবা একটু করে মুচকি হাসি দিবে ওটায় সুখ খুজে পাবে। কিন্তু অন্য পুরুষের সামনে তুমি অশ্লীল পোশাকে গেলেও এত সুখ পাবেনা।

সদ্য যৌবনে পা রাখা ছেলে যখন সন্ধ্যার ঘরে ফিরে পড়ার টেবিলে বসে অভিনয় করেও মায়ের মুখে এক চিলতে হাসি দেখা যাবে সেটায় সুখ খুজে নিও। রাত দেরীতে মাঝে মাঝে ফিরো। অন্যের মেয়েকে বিরক্ত করতে সুখ পাও নিজের বোনের বেলায় ভাবো?


সুখ লাগছে যাও সমুদ্রের পাড়ে, পাহাড়ের উপর, নদীর উপর ব্রিজে যাও।গিয়ে নির্মল হাওয়ায় বুকভরে বাতাস নাও, যেটা তুমি রাস্তায় পাবে বর্ষায়, বৃষ্টির পরে।


সুখ লাগছে যাও সৃষ্টিকর্তার ডাকে সাড়া দাও, গিয়ে প্রভুর ডাকে এমন ভাবে সাড়া দাও সকল পাপ স্বীকার করো, ক্ষমা চাও। কেমন বোধ করছো? নিশ্চিত মায়ের কাছে সিগারেটের স্বীকারোক্তির চেয়েও আরামদায়ক।



আর যায় হোক সুখ খুজতে নিজের ভালোবাসার মানুষকে ঠকিও না। স্বামী রেখে পরপুরুষ কিংবা স্ত্রী রেখে পরনারীর বুকে সুখ খুজছ, মাথায় রেখো ওটা বিষ, তোমাকে স্লো পয়জনিং করা হচ্ছে।

দূরে থাকো অবৈধপনা থেকে।

যাই হোক আজকে এতটুকুই।

শুভরাত্রি।

9
$ 0.00
Sponsors of Zayed_Masood
empty
empty
empty

Comments

আপনার লেখার বিষয় টা খুব ভল ছিলো। সকল মানুষ জিবনে সুখ চাই। কিন্তু সুখের জন্য তারা অন্য মানহষপর সুখ নষ্ট করতে পিছ পা হয়না। এত কি মানুষ ভাল থাকবে? সুখে থাকবে?

$ 0.00
4 years ago

ধন্যবাদ

$ 0.00
4 years ago

আপনার আর্টিকেলটি পড়লাম অনেক ভালো লাগলো এবং অনেক সুন্দর হয়েছে। আপনার চয়েজ কৃত বিষয়টি অনেক সুন্দর এবং তার ডিসকাস গুলো অনেক ভালো।

$ 0.00
4 years ago

ধন্যবাদ ভাইয়া। পাশে থাকবেন।

$ 0.00
4 years ago

Wow! You choose a nice subject. You are absolutely right. Everyone run under happiness. Sometimes they went to the wrong way but they did not get any happiness. You are right. ❤️

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপু

$ 0.00
4 years ago

You are most welcome brother❤️. But I think when you replied other people's comment you should increase the letter you writing. Otherwise you don't get any points brother🤔

$ 0.00
4 years ago

Oh. I'm really sorry. I'll keep it in my mind.

$ 0.00
4 years ago

It's ok. No problem. All of we are here for completing our target. You working hard but don't get your reward, it's really painful that's why I told you brother. All the best!! ❤️

$ 0.00
4 years ago

খুব সুন্দর লেখার ভাষা । সুখ মানুষের জীবনে আসে আবার চলেও যায়। তাই সুখকে যতটা পারি ধরে রাখার চেষ্টা করব। আপনার লেখায় অনেক কিছু শেখার আছে।

$ 0.00
4 years ago

ধন্যবাদ🥰

$ 0.00
4 years ago

সুখ সবার জীবনে সহ্য হয়না।দুঃখ সহ্য হয় সবাই। কারো জীবনে দুঃখ বাদে সুখ কি জানে না।অনেকের জীবনে সুখ এসে ও ধরে রাখতে পারে না।

$ 0.00
4 years ago

তোমার আর্টিকেলটা আমার খুব ভালো লেগেছে। তুমি ঠিকই বলেছ সুখ খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। সবাই সুখের সন্ধানে ঘুরে বেড়াই কেউ পায় কেউ পায় না। তোমার শিরোনামটা খুবই সুন্দর ধন্যবাদ।

$ 0.00
4 years ago

ধন্যবাদ ভাই

$ 0.00
4 years ago

সুখ একটা অদৃশ্য বস্তু। সবার জীবনে সুখ একাধারে আসেনা। দুঃখের পরে সুখ আসে।মানুষ যদি দুঃখ না পেত তাহলে সুখের অনুভূতি মানুষ কখনোই উপভোগ করতে পারত না।

$ 0.00
4 years ago

পৃথিবীতে কে না সুখী হতে চায় সবার ইচ্ছা যেন সে সুখে থাকতে পারে। কিন্তু সবার কপালে সুখ সয়না। মানুষ কেউ সুখী হয় কেউ সুখী হয় না যে সুখে হয়না এটা তার কর্মের ফল এই হয়না কিন্তু যার কর্ম ভালো সে ঠিকই সুখে থাকতে পারে।

$ 0.00
4 years ago

জীবনে সুখী হওয়া টা খুব দরকার। সব সময় টাকা পয়সা মানুষকে সুখ দিতে পারেনা। সুখ এমন একটা জিনিস যা অর্জন করে নিতে হয়।

$ 0.00
4 years ago

টাকায় সুখ নেই। সুখ খুজে নিতে হয়। সুখ খুজতে হয় আশেপাশেই। অনেকেই পায় অনেকেই পায়না। ধন্যবাদ লাইক কমেন্ট এবং মুল্যবান সময় নিয়ে পোস্ট পড়ার জন্য।

$ 0.00
4 years ago

জীবনে সুখ পাওয়াটা সবারই প্রয়োজন সবার প্রয়োজন আছে তবে সুখ সবার জীবনে আসে না। সুখ হাটে বাজারে কিনতে পাওয়া যায় না

$ 0.00
4 years ago

বরাবর সত্য। হাটে বাজারে কিনতে পাওয়া গেলে কোটিপতিরাই সুখী হতো। যাই হোক ধন্যবাদ পোস্ট পড়ার কমেন্ট করার এবং লাইক দেওয়ার জন্য।

$ 0.00
4 years ago

সুখ খুবই শক্ত একটা শব্দ যেটা সবাই পায়না। কেউ পেলেও ধরে রাখতে পারে না। আমাদের প্রত্যেকের জীবনের সুখ দরকার। তোমার শিরোনামটা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ।

$ 0.00
4 years ago

ধন্যবাদ ভাই। সুখ খুজতে হয়। সুখের দাম বাড়ানো উচিত নয়। সুখকে সস্তাও করা উচিত নয়। সুখকে সহজলভ্য করতে হয়। ধন্যবাদ তোমাকে পোস্ট পড়ার এবং মূল্যবান মতামতের জন্য।

$ 0.00
4 years ago

মানুষ প্রকৃতগতভাবে সুখান্বেষী। সুখী হওয়ার লক্ষ্য নিয়েই তার পথচলা। সুখ কোনো দ্রষ্টব্য বস্তু নয়। এটা নিতান্তই ইন্দ্রিয়ানুভূতির বিষয়। মানুষের মধ্যে ভালো-মন্দ, উত্তম-অধম, উচিত-অনুচিত, আনন্দ-নিরানন্দ পরিমাপ করার একটা মানদন্ড আছে। এই মানদন্ড ইন্দিয়ানুভূতি সৃষ্টি করে। এই ইন্দিয়ানুভূতিতে যা কিছুই ইতিবাচক হিসেবে প্রতিফলিত হয় এবং যা উপকারী ও আনন্দদায়ক, তাই সুখের উৎস। যেমন- ভালো কাজ বা পুণ্যকর্ম মানুষের মধ্যে সুখানুভূতি সৃষ্টি করে, যা মানসিক প্রশান্তি এনে দেয়। এই মানসিক প্রশান্তিই সুখ।

$ 0.00
4 years ago

মানসিক প্রশান্ততি সুখ তবে। সেটা কল্যানকর হতে হবে। সাইকো সিরিয়াল কিলার মানুষ মেরে সুখ পায়। সেটা কিন্তু সুখ না, কেউ যৌনপল্লীতে গিয়ে সুখ খুজে সেটাও সুখ না। সুখের সংজ্ঞা নেই। এটা খুজে নিতে হয়। ধন্যবাদ পোস্টটি পড়ার এবং আপনার মূল্যবান মতামতের জন্য। আশা করি এভাবেই পাশে থাকবেন।

$ 0.00
4 years ago

হুমম, রাইট সুখ এমন একটা জিনিস যা চাইলেও টাকা দিয়ে কেনা যায়না। জীবনে সুখী হওয়া টা খুব দরকার। প্লিজ সাপোর্ট করুন।

$ 0.00
4 years ago

অপ্রিয় সত্য বিত্তবানদের জন্য যে সুখ কেনা যায়না। কেনা গেলে বিত্তবানদের লিস্ট উপরে থাকত সুখী মানুষের তালিকায়। ধন্যবাদ মুল্যবান মতামতের জন্য।

$ 0.00
4 years ago

জীবনে সুখী হওয়া টা খুব দরকার। সব সময় টাকা পয়সা মানুষকে সুখ দিতে পারেনা। সুখ এমন একটা জিনিস যা অর্জন করে নিতে হয়।

$ 0.00
4 years ago

আশে পাশেই হেটে বেড়ায় সুখ। একটু খুজে নিতে হয় আর কিছুই না। যাই হোক ধন্যবাদ লাইক কমেন্ট এবং পোস্ট পড়ার জন্য

$ 0.00
4 years ago