4
28
শিরক একটি খুবই জঘন্যতম গুনাহর কাজ।
শিরক না করা অবস্থায় যার মৃত্যু হয়,
সে "জান্নাতী "
এবং মুশরিক অবস্থায় যার মৃত্যু হয়,
সে "জাহান্নামী"।
আবূ আইয়্যুব গায়লানী সুলায়মান ইবনু উবায়দুল্লাহ ও
হাজ্জাজ ইবনু শাইর (রহঃ) ...
জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণনা করেন যে,
আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি,
"যে ব্যক্তি আল্লাহর সম্মুখে হাযির হবে এমন অবস্থায় যে, আল্লাহর সাথে কাউকেও শরীক করে না,
সে জান্নাতে প্রবেশ করবে।
আর যে ব্যক্তি তার সম্মুখে উপস্থিত হবে এমন অবস্থায় যে, সে আল্লাহর সাথে শরীক করে,
সে জাহান্নামে প্রবেশ করবে"।
__[সহীহ মুসলিম,
হাদীস নং-১৭২, অধ্যায় নং-০১,
[ইসলামিক ফাউন্ডেশন]
ঃবর্ণনাকারী-ঃজাবির ইবনু আবদুল্লাহ আনসারী
হাদীসের মান-<সহীহ>
#@ জাহিদ।
Nice