ভেবেছিল HSC পরীক্ষা হবে না তাই ফ্রি ফায়ারের গোল্ড কেনার জন্যে বই বিক্রি করে দিয়ে বিপদে পরীক্ষার্থী!

5 12
Avatar for Writer
Written by
3 years ago
Sponsors of Writer
empty
empty
empty

ভেবেছিল এবছর আর এইচ এস সি পরীক্ষা আর হবে না।পরীক্ষা হবে না এই কথা শুনে বিক্রি করে দিয়েছেন নিজের সব বই খাতা। বই বিক্রি করে বিরাট বিপদে পড়ে গেছেন এইচ এস সি পরীক্ষার্থী। জানা যায় এই পরীক্ষার্থী একজন তুখোর গেমার। গেমের জন্যে নিজের সব বই খাতা বিক্রি করে এখন বিপদে শিক্ষার্থী ।

 এদিকেএইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।শনিবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া ফেসবুকে পেজ ও প্রোফাইলে (মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড) শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাল্পনিক তারিখ ঘোষণা করে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকতে বিশেষভাবে অনুরোধ করা হলো। উল্লেখিত বিষয়ে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করা হয়েছে।

বলা হয়েছে, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য হলো স্বাস্থ্যঝুঁকি থাকায় কখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে এবং কখন এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি। উপযুক্ত পরিবেশ হলে পরীক্ষা নেয়া হবে এবং তারিখ গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। একইভাবে উপযুক্ত পরিবেশ তৈরি হলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। ভুয়া কোনো পেজ বা সামাজিক মাধ্যমের তথ্য বিশ্বাস না করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হলো।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ রয়েছে। এছাড়া অন্য কোনো পেজের তথ্য বিশ্বাস করে কেউ বিভ্রান্ত হবেন না। প্রয়োজনে ভেরিফায়েড পেজ দেখে নিন।

 

5
$ 0.05
Sponsors of Writer
empty
empty
empty
Avatar for Writer
Written by
3 years ago

Comments

Hahaha 🤣😂very funny

$ 0.00
3 years ago

Thank you brother

$ 0.00
3 years ago

so funny dude

$ 0.00
3 years ago

so much funny article. i am laughing

$ 0.00
3 years ago