করোনার সংক্রমণে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে পর্যটকদের প্রাণের শহর ইটালি। ইটালি থেকে আজ ভোরে এমিরেইটসের যে ফ্লাইট বাংলাদেশিদের নিয়ে এসেছে- তাদেরকে প্লেন থেকেই সেপারেট করে প্রপার কোয়ারেন্টাইন প্রটোকল মেইন্টেইন করে বিমানবন্দর থেকেই আশকোনার হাজি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। তাদের নর্মাল ওয়ে তে বিমানবন্দরেই ঢুকতে দেয়া হয়নি।
এমতাবস্থায় ইটালি থেকে বাংলাদেশে স্বামী ফেরত আসার কথা শুনে পালিয়েছেন তার স্ত্রী। জানা যায় অধিকতর ভয়ে প্যানিকড হয়ে এ কাজ করে তার স্ত্রী। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত তার স্ত্রীর বর্তমান অবস্থান এখনো জানা যায়নি।
অন্যদিকে আমাদের মাননীয় স্বাস্থ্য সচিব, অতিরিক্ত সচিব মহোদয়, ডিজি মহোদয়, IEDCR এর ডাইরেক্টর ম্যাডাম, CDC এর ডাইরেক্টর ম্যাডাম, বিমান বন্দর স্বাস্থ্য কর্মকর্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল ঊর্ধতন কর্মকর্তারা বর্তমান অবস্থান করছেন ও ইটালি থেকে ফেরত্ত আসা নাগরিকদের বিষয়টি মনিটর করছেন। এয়ারপোর্টের সিভিল অ্যাভিয়েশন অথরিটি, অ্যাভিয়েশন সিকিউরিটি, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ সেখানে উপস্থিত আছেন এবং বিষয়টি দেখভালে সহযোগিতা করছেন। সকলের সহযোগিতায় অতি দ্রুত সময়ে এ বিষয়টি করা সম্ভব হয়েছে।
wow.... very good .....