আমরা কেমন জানি!

25 28
Avatar for Urbee_tasnim
4 years ago

আসসালামু আলাইকুম, আমি উর্বী।আজ এসেছি নতুন কিছু নিয়ে। শেষের উদাহরণ টি অবশ্যই দেখার অনুরোধ রইলো।

আমরা কেমন জানি! তাই না?

এই কেমন জানি মানে কি? ভালো না খারাপ স্পষ্ট বুঝা মুশকিল। যখন আপনি কোনো আজব জিনিস দেখবেন, তখন মুখে চলেই আসবে কথাটি "কেমন জানি"। সেটা মানুষ হতে পারে, হতে পারে কোনো খাবার আবার হতে পারে কারো আচরণ। কথাটি শুনে মনে হয় ভালো খারাপের মাঝে কিছু একটা, আবার শুনে মনে হবে যে হয়তো সে দ্বিধা-দ্বন্ধে আছে তাই এভাবে বলেছে।

আসলে এগুলো কিছুই না। এগুলো শুধু নাম মাত্র ভাবনা। আসলে যে বলে সে ঠিকই জানে যে তার "কেমন জানি"র মানে ভালো না খারাপ। সে ঠিকই জানে কিন্তু যখন বলতে পারে না সবার সামনে তখন সেই কথাটি বলে "কেমন জানি" ।

তবে আমি কেমন জানি কথাটি বল্লাম এই জন্য যেন আপনারা খারাপ না ভাবেন অথবা কষ্ট না পান , হয়তো আমার কাছে খারাপ লাগতে পারে কিন্তু আমার যার প্রতি খারাপ লাগা, তার হয়ত কোনো বাধ্যবাধকতা আছে বা কোনো সমস্যায় আছে এমন ও হতে পারে। তাই "কেমন জানি" বলার আসল কারণ।

তো এখন আসি কেন খারাপ লাগে? কি এমন হয়েছে? আর আমার এই পোস্ট টা বাংলায় লিখার কারণ টাই বা কি?

বলছি বলছি। উদাহরণ সহ বলবো। আগেই বলে নেই, সবাই যে এমন তা কিন্তু নয়। কিছু মানুষ অনেক ভালো ও ব্যতিক্রম আছে। কিন্তু বেশির ভাগই এরকম।

এই যে দেখুন না, আমরা যারা যারা এই প্লাটফর্ম টা তে লিখালিখি করছি, বিভিন্ন আর্টিকেল লিখছি, কেউ সুন্দর সুন্দর ছবি দিচ্ছি, আবার অনেক সময় কি করছি, এই যে আমাদের লিখা বা পোস্ট গুলো বিভিন্ন গ্রুপ বা কমিউনিটি গুলোতে সাবমিট করছি যাতে করে আমাদের সাবক্রাইবার দের বাহিরের মানুষ গুলোও যেনো আমাদের পোস্ট গুলো দেখতে পায়। তাই না?

কিন্তু আসলে কি তা হয়? হয় না। হলেও অনেক কম। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনার সাবস্ক্রাইবার যতগুলো আপনার দেওয়া কোনো পোস্ট এ প্রথম ১/২ দিনে কি ততোগুলোই ভিউ আসে? লাইক, কমেন্টের হিসাব বাদ। সেগুলো অনেকে পছন্দ নাও করতে পারে তাই না দিতে পারে। কিন্তু ভিউ? আপনার প্রতিটি পোস্টের নোটিফিকেশন কিন্তু ঠিকই যায় আপনার প্রতিটি সাবস্ক্রাইবার এর কাছে।আর তারা ঠিকই নোটিফিকেশন দেখে কিন্তু আপনার পোস্ট স্কিপ করে চলে যায়। আবার যদি দেখেন আপনি ঠিকই আপনার বন্ধুর পোস্টে লাইক, কমেন্ট করছেন কিন্তু সে আপনার পোস্টে করছে না। কারণ সে ভাবে তার কাজ তো হচ্ছেই আপনার আর কি দরকার। তখন কেমন লাগবে? ভালো না খারাপ? খারাপ লাগলে কি আপনি আপনার বন্ধুকে বলতে পারবেন খারাপ? এই ধরনের সিচুয়েশনের জন্যই "কেমন জানি" কথাটির উৎপত্তি।

আর পোস্ট টি বাংলায় লিখার কারণ হয়তো আমাকে আর আপনাদের বলতে হবে না। এতক্ষনে বুঝেই গিয়েছেন এমন কাজ গুলো করে কারা।

আর কমিউনিটির কথায় আসি। বেশির ভাগ মানুষ শুধু পোস্ট করার জন্যই কমিউনিটিতে যোগ হয়, নিজের পোস্ট এর ভিউ বাড়ানোর জন্য। কিন্তু অন্যের পোস্ট দেখে না কেউ কখনো। তাইতো ৪০০/৫০০+ মেম্বার দের কমিউনিটি তে পোস্ট করলে ভিউ মাত্র ৪/৫ টাই আসে। তাও বুঝা মুশকিল এগুলা আসলে কি আমাদের এক্টিভ সাবস্ক্রাইবার নাকি কমিউনিটি মেম্বার।

দুঃখের সাথে বলতে হলেও এটাই সত্য যে, এই ছোট একটা প্লাটফর্মেই বুঝা যায়, জাতির মধ্যের বন্ধন ও তাদের মনসিকতা। যা আমি অন্যদের মধ্যে দেখেছি। কিন্তু নিজেদের মধ্যে দেখি নি। তাই তো এতো মানুষের মধ্যেও আমাদের নিজেদেরকে একা লাগে। এভাবে উন্নতি সম্ভব কি? কবে আমরা এগুলো থেকে বের হবো? কবে আমরা নিঃস্বার্থভাবে চলতে শিখবো? কবে আমরা আমাদের মন মানসিকতা পাল্টাতে পারবো? কবে আমরা সত্যিকারেই উন্নত জাতি হিসেবে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো?

আজ এ পর্যন্তই। ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়। এত বড় লিখা এত ধৈর্য্য সহকারে এত সময় নিয়ে পড়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ❤

8
$ 0.00
Sponsors of Urbee_tasnim
empty
empty
empty
Avatar for Urbee_tasnim
4 years ago

Comments

Right 100%

$ 0.00
4 years ago

Thank you... 😇

$ 0.00
4 years ago

Welcome dear

$ 0.00
4 years ago

ভালো লিখেছিস, মনের কথাগুলোই

$ 0.00
4 years ago

হ্যাঁ রে।। 💝

$ 0.00
4 years ago

💓

$ 0.00
4 years ago

ঠিক বলেছির।

$ 0.00
4 years ago

হ্যাঁ রে। কয়েকদিন ধরে বেশ কয়েকজনকে এমন কিছু কথা নিয়ে দুঃখ করতে দেখলাম। তারপর ভাবলাম বিষয় টা আমি ই খুলেই বলে ফেলি। সবাই বলতে পারতেসে না এভাবে।

$ 0.00
4 years ago

ঠিক বলেছ।

$ 0.00
4 years ago

ধন্যবাদ ❤

$ 0.00
4 years ago

post ta vlo laglo... plese subscribe my id and comment

$ 0.00
4 years ago

Done.. Now it’s your turn..

$ 0.00
4 years ago

tikh bolco dear👈👈👈 plz sub.. Koro amr id 👃👃 ami new 👈👈

$ 0.00
4 years ago

Okay.. Tumio korio... ☺

$ 0.00
4 years ago

well said..amra asolei kmn jani...😍

$ 0.00
4 years ago

Thank you..😍🥰

$ 0.00
4 years ago