সন্তানের প্রতি দায়িত্ব

13 19
Avatar for TigerApon
4 years ago

সন্তান আমাদের কাছে নিজেদের জীবনের চেয়েও বেশি দামী হয়ে থাকে। যার কারণে আমরা তাদের প্রতি একটু বেশি দুর্বল থাকে। এমন অনেক অভিভাবক আছেন যারা তাদের সন্তানের প্রতি সঠিক দায়িত্ব পালন করতে পারেন না। যার কারণে তার সন্তানের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যেতে শুরু করে।

যাই হোক, আমি এখানে কিছু কথা তুলে ধরব। আশা করছি সকল অভিভাবক এই কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করবে। যার ফলে তার সন্তানের ভবিষ্যৎ সুন্দর এবং আলোকত হয়ে উঠবে।

1. আপনার সন্তানের যা চাইবে তাই দেওয়া থেকে বিরত থাকুন। সে বিশ্বাস করে বড় হবে যে তার যা ইচ্ছা তার সবই পাওয়ার অধিকার আছে।

2. আপনার বাচ্চা যখন অবমাননাকর কথা বলে তখন হাসি এড়িয়ে চলুন। তিনি বড় হয়ে ভাববেন যে অনাদর করা হয় বিনোদন।

3. খারাপ আচরণের প্রতি সংবেদনশীল থাকা এড়িয়ে চলুন যা সে তার খারাপ আচরণের জন্য তাকে তিরস্কার না করে প্রদর্শন করতে পারে। সমাজে কোনও বিধি নেই বলে ভেবে সে বড় হবে।

4. আপনার বাচ্চা যে গোলমাল করবে তাতে বাছাই করা এড়িয়ে চলুন। তিনি বিশ্বাস করে বড় হবে যে অন্যকে অবশ্যই তার দায়িত্বের জন্য দায়িত্ব নিতে হবে।

5. তাকে টিভিতে কোনও অনুষ্ঠান দেখতে দেওয়া এড়ানো উচিত। সে এই ভেবে বড় হবে যে শিশু হওয়া এবং প্রাপ্তবয়স্ক হওয়ার মধ্যে কোনও পার্থক্য নেই।

6. আপনার সন্তানের কাছে তিনি যে পরিমাণ অর্থ চান তা প্রদান থেকে বিরত থাকুন। তিনি এই ভেবে বড় হয়ে উঠবেন যে অর্থ পাওয়া সহজ এবং এটির জন্য চুরি করতে দ্বিধা করবেন না।

7. প্রতিবেশী, তার শিক্ষক, পুলিশের বিরুদ্ধে তিনি যখন ভুল করেন তখন সর্বদা নিজেকে তাঁর পাশে রাখতে এড়াবেন। সে এই ভেবে বড় হবে যে তার যা কিছু করা হয় তা সঠিক, অন্যরা যারা ভুল।

8. আপনি যখন কোনও উপাসনাস্থলে যান তখন তাকে বাড়িতে একা রেখে এড়িয়ে চলুন, নইলে তিনি বড় হয়ে ঈশ্বরের অস্তিত্ব নেই এই ভেবেই বেড়ে উঠবেন।

এই টিপস অনুসরণ করে, আমরা আশা করি আপনার সন্তান সমাজের জন্য একটি আদর্শ মডেল হবে এবং আপনাকে বাবা-মা হিসাবে গর্বিত করবেন।

আমার লেখাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে পরবর্তীতে আরো ভালো আর্টিকেল লিখতে পারবো।

12
$ 0.00
Avatar for TigerApon
4 years ago

Comments

সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্ববোধ সঠিক ভাবে পালনে সন্তান সুশিক্ষায় শিক্ষিত হতে পারে,সঠিক সামাজিকিকরন ঘটে। বাবা মায়ের দায়িত্ববোধ থেকে সন্তানও দায়িত্বশীল হতে শিখে।

$ 0.00
4 years ago

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

$ 0.00
4 years ago

you are right. That is a big problem in our society.Thanks for your article 😍😍

$ 0.00
4 years ago

You are most welcome

$ 0.00
4 years ago

you are right, but most of the guardians now a day, can not aware of these things

$ 0.00
4 years ago

Yeah. That is a big problem in our society..

$ 0.00
4 years ago

অনেক সুন্দর লিখনি

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপনাকে

$ 0.00
4 years ago

Thanks for your article

$ 0.00
4 years ago

আপনার আর্টিকেল টা অনেক ভালো হয়েছে অনেক শিক্ষনীয় একটা আর্টিকেল। ধন্যবাদ আপনাকে

$ 0.00
4 years ago

আপনাকে অনেক ধন্যবাদ।

$ 0.00
4 years ago

Sikhoniyo artical dear sob mayar agulo mana cola uchit

$ 0.00
4 years ago

Hmmm... thanks dear..

$ 0.00
4 years ago