ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারায় পড়ে যারা খারাপ স্টুডেন্ট!ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে সরকারি চাকরি নেই,প্রাইভেট চাকরি তে স্যালারি কম...ফিউচার নেই ইত্যাদি.!!!
সমাজের অনেকেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দের ছোট করে দেখে,নাক ছিটকায়!!
যারা এমন ভাবেন আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সম্পর্কে জানুন তারপর কথা বলুন....,
★বর্তমান বিশ্বে ডিপ্লোমা শিক্ষা সবচেয়ে জনপ্রিয় এবং মর্যাদাপূর্ণ।ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট সারা বিশ্বে স্বীকৃত।
★ চাকুরির বাজারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দের সরকারি চাকরির বিভিন্ন পোস্টে সার্কুলার সবচেয়ে বেশি!!বি.এস.সি ইঞ্জিনিয়ারের তুলনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াদের সার্কুলার বেশি হয়ে থাকে। চার বছরে ডিপ্লোমা ডিগ্রী শেষ করে খুব দ্রুত চাকুরি পাওয়ার যায় এবং অল্প বয়সে প্রতিষ্ঠিত হওয়ার যায়।!!ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশের উন্নয়নের জন্যে ৮৫ শতাংশ কাজ করে থাকে।
★ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিগ্রীধারীরা চাকুরীর ক্ষেত্রে শুরুতে সরাসরি ৯ম/১০ম গ্রেডে যোগদান করেন। প্রায় সকল ডিপ্লোমা ডিগ্রিধারীরা চাকরিতে ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তা পদে এন্ট্রি করেন এবং সরকারি চাকরিতে (২২০০০-৫৩০৬০৳) বেতনে চাকরি করার সুযোগ পেতে থাকেন ।প্রাইভেট জব সেক্টরেও বেসিক স্যালারি (১৫০০০-৩০০০৳) ভালো কোম্পানি গুলোতে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকলে ৭০-৮০+ হাজার পর্যন্ত স্যালারি দেয়।
★অনেকে ডিপ্লোমা কোর্সের যোগ্যতাকে এইস.এস.সি এর সমতুল্য মনে করেন কিন্তু চাকরি ক্ষেত্রে শুরুতে সরাসরি ৯ম/১০ম গ্রেডে ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তা পদে যোগদান করেন কিন্তু HSC পাশ করে এসে ৯ম/১০ম গ্রেডে চাকুরীতে যোগদান করার কথা কল্পনাও করা যায় না।আবার হয়তো অনেকে মনে করবেন,ডিপ্লোমা ড্রিগ্রি শেষ করতে ৪ বছর সময় লাগে আবার বি.এস.সি করতে ৪ বছর লেগে যায়!!অন্যদিকে জেনারেল এ ৬ বছরে বি.এস.সি শেষ হয়ে যায় কিন্তু ডিপ্লোমা কোর্সের পর বি.এস.সি করলে ২ বছর সময় বেশি লাগে!((এক্ষেত্রে আমি বলবো ডিপ্লোমা কোর্স শেষ করে এত কম সময়ে ভালো পোস্টে চাকরি করে অল্প বয়সে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ থাকছে!!ভালো কিছু পেতে হলে কিছু তো ছাড়তেই হবে))
আবার হয়তো অনেকেই বলতে পারেন ডিপ্লোমা ডিগ্রী পাশ করে অনেকেই বেকার বসে আছে বা ৮-১০ হাজার টাকা স্যালারিতে চাকরি করছে। মজার ব্যাপার হলো মাস্টার্স,বি.এস.সি ডিগ্রী পাশ করেও তো অনেক বেকার থাকে বা ৮-১০ হাজার টাকা স্যালারিতে চাকরি করে।(( সফল হতে হলে অবশ্যই নিজে পরিশ্রমি ও দক্ষ হতে হবে,নিজের সফলতা এবং ব্যার্থতা সম্পূর্ণ নিজের চেষ্টা ও দক্ষতার উপর নির্ভরশীল))
এবার আসা যাক ডিপ্লোমা কোর্স শেষ করার পর উচ্চশিক্ষা...
★ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দের জন্যে দেশের সবচেয়ে বড় পাবলিক ইউনিভার্সিটি ডুয়েট(DUET) এ বি,এস,সি করার সুযোগ রেয়েছে এছাড়াও কুয়েট(KUET),চুয়েট(CUET),রুয়েট(RUET),শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST) ইত্যাদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ বি.এস.সি ভর্তির সুযোগ রয়েছে!
চাকরি করার পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ইভিনিং শাখায় বি.এস.সি শাখায় ভর্তির সুযোগ রয়েছে!!
★এছাড়াও দেশের বাইরে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা ও চাকরি করার সুযোগ রয়েছে।
ডিপ্লোমা ড্রিগ্রি পাশ করে (বি.এস.সি),(এম.এস.সি),(বি.সি.এস),(পি.এইচ.ডি),(ডঃ) ডিগ্রি অর্জন করার সুযোগ রয়েছে।।
সুতরাং বিরুপ মন্তব্য করার আগে জানুন,দৃষ্টি ভংগী বদলান!!অপেক্ষা করুন সময় বাকিটা সময়ই বলে দেবে!!😊
বিঃদ্রঃ উপরোক্ত তথ্যে কোন ভুল থাকলে ক্ষমা করবেন!,
You are right. বর্তমান বিশ্বে ডিপ্লোমা শিক্ষা সবচেয়ে জনপ্রিয় এবং মর্যাদাপূর্ণ।ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট সারা বিশ্বে স্বীকৃত।