~~ তোমার জীবনে কেউ একজন আছে যাকে তুমি গভীর ভাবে ভালবাসো, অন্ধের মত বিস্বাস কর, ভরসা করো,,, যার সাথে কথা না বললে তোমার সময় যেন যায় ই না।
~~ ও পারের মানুষটিও জানে যে তুমি তাকে কতটা ভালবাসো, কতটা নিজের ভাবো, কতটা আপন ভাবো। কিনতু মাঝ পথে এসে নিজের ভাবা ঐ মানুষটি কেমন যেন বদলে গেছে।
~~ সে তোমার সাথে থাকতে চায় না, কথা বলতে চাই না আগের মত, তোমাকে নিয়ে ভাবে না, সে বদলে গেছে, কিনতু তুমি প্রতিনিয়ত তার পায়ে পড়ছো একটু ভালবাসার জন্য।
~~ প্রতিনিয়ত বিনতি করছো তাকে ছেড়ে না যেতে, কিনতু সে দিনের পর দিন তোমাকে অবহেলাই করে যাচছে। কিনতু তুমি নিজের মূল্যটা না বুঝে হয়ে পড়ছো মূল্যহীন।
~~ আমি মানছি এতে তোমার দোষ নেই, কারন তুমি তাকে বুক উজার করে ভালবাসো,।
~~ শুন, জেদ বুঝো? জেদ আনতে হবে মনের ভেতর। জানি কঠিন কিনত অসম্ভব না,,জেদ না আনলে ভাল থাকতে পারবে না। জেদ আনো, খুব করে জেদ আনো।
~~ অনেক হইছে তেলানো, অনেক হয়েছে পায়ে পড়া, অনেক হইছে কাকুতি - মিনতি করা, আর না। নিজের মূল্যটা বুঝো সবার আগে।
~~ যার কাছে ভালবাসা পাবার জন্য পায়ে পড়তে হয় তাকে ভুলে যাও, জেনে নাও সে তোমার জন্য ভুল। যে ভালবাসবে সে তোমাকে পায়ে পড়তে দিবে না।
~~ যে তোমাকে অবহেলা করে তাকে ভুলে যাও, ওখানে নিজের ঠিকানা পাবে না।
~~ তোমাকে ছেড়ে সে যদি ভাল থাকতে পারে তবে তুমি কেন নয়? যেতে দাও, যে যেতে চাই। যে তোমার হবে, সে কখনো চলে যাবে না, তোমাকে ছেড়ে।
~~ যে যেতে চায় তাকে পারলে একটু এগিয়ে দিয়ে আসো। যে তোমার জন্য কাদে, তার জন্য তুমিও কাদো। কিনতু যে তোমাকে শুধু কাদায় তার থেকে সরে আসো।
~~ যে তোমার জন্য হাটু পানিতে নামবে, তার জন্য তুমি গলা পানিতে নামো। কিনতু নিজে কখনো অন্যের কাছে মূল্যহীন হবা না, কখনো না।
~~ জীবনে জেদটা খুব দরকার, জেদ আনো, জেদ আনো, এক জেদেই তুমি ভাল থাকতে পারবা। জেদ আনো আর ভুলে যাও অবহেলা করা মানুষটিকে।
~~ জীবনে ডোন্ট কেয়ার ভাব আনাটা খুব জরুরি।
I like this post... nice article