প্রতিদিনের খাদ্য তালিকায় ৩ টি কলা, দূর করবে ১০ টি কঠিন সমস্যা।

7 21
Avatar for Tania1122
3 years ago

অনেকে বিশ্বাস করেন কলা খাওয়া স্থূলত্ব বাড়ায় তবে এটি একটি ভ্রান্ত ধারণা মাত্র। কলা খেলে ওজন বাড়ে না, বরং এর উপকারিতাও রয়েছে। আজ আমরা আপনাকে এমনই কিছু সুবিধা বলছি, জেনেও যে আপনিও প্রতিদিন কলা খাওয়া শুরু করবেন। কলা বিভিন্ন গুণাগুণে সমৃদ্ধ একটি ফল। এর পুষ্টিগুণ অধিক। একটি বড় মাপের কলা খেলে ১০০ ক্যালরির বেশি শক্তি পাওয়া যায়। কলাতে রয়েছে সহজে হজমযোগ্য শর্করা। এই শর্করা খাদ্য সহজে হজম করতে সাহায্য করে। কলার মধ্যে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন উত্‍পাদনে সাহায্য করে।

মার্কিন স্বাস্থ্য বিষয়ক এক গবেষণায় জানা গিয়েছে যে তিনটি ছোট কলা খাওয়া ৯০ মিনিট ওয়ার্কআউটের সমান শক্তি দেয়। তবে কলা খাওয়া কেবল শক্তিই দেয় না, এটি ফিট ও সুস্থ থাকতেও সাহায্য করে।

ইতালির বিজ্ঞানীদের এক গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজন এবং সন্ধ্যায় পটাসিয়াম অর্থাৎ কলা খাওয়ার ফলে মস্তিস্কে রক্ত ​​জমাট বাঁধার ঝুঁকি ২১ শতাংশ কমে যায়। গবেষণায় আরও দেখা গেছে যে প্রতিদিন ১৬০০ মিলিগ্রাম পটাসিয়াম গ্রহণ স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। এছাড়াও, স্ট্রোকের ফলে মৃত্যুর ঝুঁকি ৪০ শতাংশ কমে যায়।

কলা খাওয়ার উপকারিতা

১) কলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

২) কলা খাওয়া মহিলাদের জন্য বেশি উপকারী কারণ এটি হাড় মজবুত করতে সাহায্য করে।

৩) কলাতে উপস্থিত পটাসিয়াম ডায়েটে থাকা অতিরিক্ত পরিমাণে লবনকে নিয়ন্ত্রণ করতে পারে।

৪) গবেষণা অনুসারে কলা খেলে হতাশা থেকে মুক্তি পাওয়া যায়।

৫) কলাতে থাকা ভিটামিন B6 রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করে, যা পিরিয়ডের সময় ব্যথা কমাতে সাহায্য করে।

৬) কলায় উপস্থিত আয়রন দ্বারা রক্তশূন্যতা নিয়ন্ত্রণ করে।

৭) কলাতে উপস্থিত ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।

৮) হ্যাংওভার কাটিয়ে উঠতে কলা এবং মধু একসঙ্গে খেলে দ্রুত কাজ দেয়।

৯) মর্নিং সিকনেস কাটাতে কলা খেতে পারেন।

১০) অস্ট্রেলিয়ার এক গবেষণা অনুসারে কাজের চাপ, স্ট্রেস কমাতে প্রতিদিন কলা খাওয়া উচিত।

6
$ 0.00
Avatar for Tania1122
3 years ago

Comments

আসলে কলাতে প্রচুর পরিমানে ক্যালরি আছে সেটা আমরা সবাই জানি।আর কলা এমন একটি ফল যেটাতে একটা কলায় ১০০ ক্যালরি জা আমাদের খাদ্য চাহিদা মেটায়।আমাদের প্রতিদিন ১০০ ক্যালরি খাদ্যের প্রয়োজন হয় সেটা সবাই কলা দিয়ে পূরন করাটা সম্ভব হয়ে উঠেনা।তাই সবাই ভাত,মাছ,সবজি এগুলা খেয়ে পূরন করে।বাট আমরা যদি সারাদিন কিছু না ও খাই কলা আমাদের খাদ্য চাহিদা পূরন করবে।

$ 0.00
3 years ago

কলা খেলে ওজন বাড়ে না, বরং এর উপকারিতাও রয়েছে। আজ আমরা আপনাকে এমনই কিছু সুবিধা বলছি, জেনেও যে আপনিও প্রতিদিন কলা খাওয়া শুরু করবেন। কলা বিভিন্ন গুণাগুণে সমৃদ্ধ একটি ফল। এর পুষ্টিগুণ অধিক।

$ 0.00
3 years ago

ধন্যবাদ।

$ 0.00
3 years ago

Very nice advice. Thanks for the suggestion. Are you eating bananas? And one more thing, what points do you add to the Bengali you post? And yes, I vote for everyone's comments. You will also vote for my post.

$ 0.00
3 years ago

I like to post Bengali because I am Bengali and yes I also eat banana. Thank you.

$ 0.00
3 years ago

কলা আমাদের শরীরে আয়রন এর অভাবপূরণ করে এবং রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে

$ 0.00
3 years ago

ঠিক বলেছেন। ধন্যবাদ।

$ 0.00
3 years ago