পানি হলো পানি ,,, আর এককভাবে এর নাম জীবন,,,জীবনের কথা বলে মনে পরলো ,, জীবনের একদিন সুন্দর বন গেছিলাম 2400টাকা দিয়ে ঐ খানে অনেক পানি ছিল ,,পানি মধ্যে কাঁদা ছিল ,,,নৌকা আটকে গেছিলো ,,
যাই হোক ,পানি হলো মানুষের জীবন ,, শুধু মানুষ নয় গাছপালা ,পশু পাখি সব কিছুর জীবন,
আমরা পানি দিয়ে গোসল করি,, পানি দিয়ে থালা বাসন ধুই ,, পানি দিয়ে আমরা ভাত খাই ,, ভাত আমাদের পেটের ভিতরে যায় আর যা আমাদের শক্তি যোগায় ,,পদার্থ বিজ্ঞান বইয়ের লেখা ছিল কাজ করতে শক্তি লাগে শক্তি দিয়ে কাজ করতে হয়
তার মানে শক্তি পাই পানি থেকে , পানি দিয়ে আমরা কাপড় চোপড় ধুই ,,আর করোনার মধ্যে আমরা পানি দিয়ে প্রতিদিন 100বার হাত ধুই ,,,
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা দাঁত ব্রাশ করতে আমাদের 3পট পানি লাগে আর মুখ ধুতে আরো 2 পট পানি লাগে ,, আরো পা ধুয়ে নিতে আরো পানি লাগে সকালে চা বিস্কুট খেতে পানি লাগে পানি দিয়ে চা বানাই আমরা
তাই পানিকে আর্সেনিক মুক্ত করে সাধারণ মানুষ কেমনআছেন সবাই। জানেন
We wipe our ass with water . Here is a message to the universe it says don't let people enter my house during flood. Bcaz I don't want their dirty footsteps on my carpet. Thank you