পুরোনো স্বপ্ন

11 17

মুর্শিদাবাদ (পশ্চিমবঙ্গ, ভারত) থেকে ফিরে: বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার রাজধানী ‘মুর্শিদাবাদ’। ভারতের পশ্চিমবঙ্গের জেলা মুর্শিদাবাদের সঙ্গে ঐতিহাসিকভাবেই বাংলাদেশের মানুষের একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আর সেখানকার পর্যটনকেন্দ্রের গুরুত্ব বিবেচনায় এখনো প্রচুর মানুষ মুর্শিদাবাদে ভ্রমণে যান। সেখানে গিয়ে জানার চেষ্টা করেন বাংলা আর বাঙালিদের ইতিহাস-ঐতিহ্য ও প্রাচীনালেখ্য সম্পর্কে।

[bad iframe src]

মুর্শিদাবাদে ১৭শ ও ১৮শ শতকের বিভিন্ন স্থাপনা এখনো ঠাঁয় দাঁড়িয়ে আছে। নবাব আলীবর্দী খাঁ ও নবাব সিরাজউদ্দৌলার কবর-সমাধি এবং অন্যান্য ঐতিহাসিক স্থাপনাও রয়েছে সেখানে।

হাজার দুয়ারী প্যালেস
মুর্শিদাবাদে ভ্রমণে গেলে প্রথমেই নজর কাড়ে হাজার দুয়ারী প্যালেস। ১৮২৯ সালে ইতালীয় স্থাপত্যকলার অনুপম নিদর্শন হাজার দুয়ারী প্যালেস নির্মাণ করেছিলেন মীর জাফরের পঞ্চম বংশধর নবাব হুমায়ুন ঝাঁ। বহু দরজাবিশিষ্ট হওয়ায় এর নামকরণ করা হয় ‘হাজার দুয়ারী প্যালেস’। শ্রুতি আছে, এই প্যালেসে এক হাজার একটি দরজা আছে। পরবর্তীতে হাজার দুয়ারী প্যালেস হাইকোর্ট হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে এটি একটি মিউজিয়াম। এই প্যালেসের প্রতিটি কক্ষের কারুকার্য অত্যন্ত মনোরম। এক তলায় অস্ত্রাগার, অফিস, কাছারী, রেকর্ড রুম ইত্যাদি আছে। অস্ত্রাগারে ২৬০০ অস্ত্র সজ্জিত আছে। এছাড়াও ইতিহাসের সাক্ষী অসংখ্য নিদর্শন রয়েছে। হাজার দুয়ারী প্যালেস শুক্রবার বন্ধ থাকে।সিরাজ মদীনা
বাংলা, বিহার, উড়িষ্যার তৎকালীন রাজধানী মুর্শিদাবাদে শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার একমাত্র স্মৃতি বিজড়িত স্থাপনা ‘সিরাজ মদীনা’। ছোট্ট ‘সিরাজ মদীনা’র অবস্থান হাজার দুয়ারী প্যালেসের বিশাল চত্বরের ঠিক মাঝখানে।
 
কথিত আছে, সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম প্রতিজ্ঞা করেছিলেন সিরাজ মসনদে বসলে মসজিদ বানাবেন। মায়ের প্রতিজ্ঞা পূরণে নবাব সিরাজউদ্দৌলা মদীনার কারবালা থেকে মাটি এনে তৈরি করেন সিরাজ মদীনা। ছোট্ট সিরাজ মদীনা সবসময় বন্ধ থাকলেও খুলে দেওয়া হয় মহররমের দিন।

৫ গম্বুজ বিশিষ্ট সিরাজ মদীনার চারপাশ হাজার দুয়ারী থেকে আলাদা করতে মাটিতে ইটের বেষ্টনী দেওয়া আছে। স্থানীয় গাইডরা সিরাজ মদীনার ইটের বেষ্টনীতে প্রবেশ করে বেশ নাটকীয় ভঙ্গিমায় বলেন, এই আমি, স্বাধীন বাংলায় নবাব সিরাজের জায়গায় প্রবেশ করলাম। বেরুলেই পায়ে পরবো শিকল, হবো পরাধীন, ইংরেজদের দাস। এই সিরাজ মদীনা ছাড়া মুর্শিদাবাদে নবাব সিরাজের আর কোনো স্মৃতি নেই। বাচ্চাওয়ালী কামান
বাচ্চাওয়ালী কামানের বিশেষ বিশেষত্ব হলো এটি নির্মিত হয় বাংলার তৎকালীন রাজধানী জাহাঙ্গীরনগরে। এর নামকরণের পেছনেও রয়েছে বিশাল ইতিহাস।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারী প্যালেস চত্বরে দর্শনার্থীদের জন্য সংরক্ষিত এই কামানটির দৈর্ঘ্য ১৮ ফুট, ওজন ১৬ হাজার ৮৮০ পাউন্ড। ১৬৪৭ সালে তৎকালীন রাজধানী জাহাঙ্গীরনগরে তৈরি কামানটির নির্মাতা জনাধন কর্মকার নামে এক ব্যক্তি।

জানা গেছে, তৎকালীন সম্রাটের নির্দেশে কামানটি দিল্লি নিয়ে যাওয়ার পথে ভাগীরথী নদীতে নৌকাডুবি ঘটে। এতে তলিয়ে যায় কামানটি। এর প্রায় দুইশ বছর পর ভাগীরথী নদী থেকে বালি তুলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হাজার দুয়ারী প্যালেস নির্মাণের সময় কামানটি পাওয়া যায়। তখন বাংলা বিহার উড়িষ্যার মনসদে ছিলেন মীর জাফরের পঞ্চম বংশধর হুমায়ুন ঝাঁ। কামানটি তিনি পরবর্তীতে হাজার দুয়ারীতে সংরক্ষণ করেন। হাজার দুয়ারী প্যালেস ও ইমামবাড়ার ঠিক মাঝখানে রাখা হয়েছে কামানটি। এটি দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থী ভীড় করেন।কথিত আছে, কামানটি পাওয়ার পর নবাব হুমায়ুনের নির্দেশে ১৮ কেজি বারুদ ভরে ফায়ার করার পর এক ভয়ংকর ঘটনা ঘটে। কামানের শব্দে চারপাশের ১০ মাইলের মধ্যে যে সব মায়েরা গর্ভবর্তী ছিলেন, তাদের পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। সেই থেকেই এর নাম হয়ে যায় ‘বাচ্চাওয়ালী কামান’।

স্থানীয়রা মনে করেন, এটার জন্য মায়েদের পেটে থাকা অসংখ্য বাচ্চাকে বলি দিতে হয়। তাই এটাকে বলা হয় ‘বাচ্চাওয়ালী কামান’। জনাধন কর্মকারের তৈরি চারটি কামানের মধ্যে একটি এখনও ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে সংরক্ষিত আছে। 

4
$ 0.00

Comments

পোস্টটা অসম্ভব রকমের সুন্দর হয়েছে পোস্টাটা পড়ে অনেক ভালো লাগছে। এগিয়ে যান, ধন্যবাদ

$ 0.00
3 years ago

Wow very nice article .. I've been recently reading about Morshadabad. Thank you soo much for sharing this amazing article for us . Thank you once again for letting us know about Morshadabad .

$ 0.00
3 years ago

লেখককে অনেক ধন্যবাদ সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপন করার জন্য এবং আশা করছি পরবর্তীতে এর থেকে ভালো লেখা শেয়ার করবেন

$ 0.00
3 years ago

স্বপ্ন সবাই মোটামুটি দেখে। কেউ কম দেখে আর কেউ বেশি দেখে।কিন্তু আমাদের সকল স্বপ্ন পূরণ হবে তার তো কোনো কথা নেই আর সেটা হয় না কখনো।তাই আমরা যদি আমাদের স্বপ্নটাকে পূরণ করতে পারি সেভাবেই এগিয়ে যাওয়া উচিত।

$ 0.00
3 years ago

Your article is very nice.. Amazing post. Your article is very informative.

$ 0.00
3 years ago

Thank you for give like this information.I do not about tjis information.Yiur article was so nice.Keep writting.

$ 0.00
3 years ago

Thankfully

$ 0.00
3 years ago

This post is about old dream. Dream is very necessary for our life. I have a old dream. Thanks a lot.

$ 0.00
3 years ago

সপ্ন দেখা ভাল। সপ্ন সবাই দেখে কিন্ত সবার সব সপ্ন পূরণ হয় না। কারও পূরণ হয় কারও আবার পূরণ হয় না। কিন্ত আমাদের সব সপ্ন পূরণ হবে তার কিন্ত নয়। কিন্ত আমাদের সপ্ন গুলো যন পূরণ হয় তার জন্য এগিয়ে যেতে হবে এবং চেষ্টা করতে হবে

$ 0.00
3 years ago

খুব ভালো লিখেছেন..এমন লিখা আরও চাইছি..ধন্যবাদ এতো সুন্দর আর্টিকেল লিখার জন্য..ভবিষ্যৎ এ আরো ভাল কিছু পাবো আশা করছি

$ 0.00
3 years ago

আপনি খুব সুন্দর লিখেছেন। পুরনো স্বপ্ন সত্যি অনেক কষ্টের হয়।পুরনো সবকিছুই মনে পড়লে অনেক কষ্ট হয়।পুরনো অনেক স্মৃতি রয়েছে আমাদের জীবনে

$ 0.00
3 years ago

খুব সুন্দর একটা গল্প। যদিও ইতিহাস বিষয়ে আমার বিশেষ কোন ধারণা নেই। তবুও গল্পটি পড়ে খুব ভালো লাগলো। আশা করি সামনে আরো সুন্দর গল্প দেখতে পাবো।

$ 0.00
3 years ago

ধন্যবাদ আপনাকে আপনার কোন মূল্যবান লেখা আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অজানা তথ্য আপনার কাছ থেকে আমরা জানলাম।আশা করি পরে আরো ভালো ভালো গল্প আমরা আপনার কাছ থেকে পাব।

$ 0.00
3 years ago

লিখা টা ভালো হয়েছে। অনেক ইতিহাস জানতে পারলাম।সবার জন্য অনেক উপকারী একটি পোস্ট। ধন্যবাদ।

$ 0.00
3 years ago

গল্পটা অনেক সুন্দর লিখেছেন এতে অনেক ইতিহাস রয়েছে।অনেক কিছু রয়েছে জানার মতো।ধন্যবাদ

$ 0.00
3 years ago

অনেক বড় ইতিহাস আপু।তবে অনেকদিন পর পুরোনো ইতিহাস দেখে আবার ভালোও লাগছে।ধন্যবাদ আপু।

$ 0.00
3 years ago

ইতিহাস সাবজেক্ট যাদের আছে তাদের কাছে এসব জানা বিষয়। কারণ এ গুলাই তাদের পঠিত বিষয়। আমার ইতিহাস বিষয় জানতে খুব ভাল লাগে। ধন্যবাদ আপনাকে।

$ 0.00
3 years ago

গল্পের নামটা দেখে বোঝা যাবেনা যে গল্পের ভেতরে এতটা মাহাত্ম লুকিয়ে আছে। গল্পটা পড়ে অনেক কিছু জানতে পারলাম যে গুলো এর আগে আমার অজানা ছিল। আশা করি সবার ভালো লাগবে।

$ 0.00
3 years ago

অনেক মূল্যবান কিছু কথা আপনি আর্টিকেল এর মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে এই ধরনের মূল্যবান কথা আমরা আশা করছি।

$ 0.00
3 years ago

অনেক অনেক ভালো লাগলো লেখাগুলো পড়ে। এই বিষয়গুলো মানবিক বিভাগের ছাত্রছাত্রীরা ইতিহাস বিষয়ে পারদর্শী। এই বিষয়ে আমি তেমন কিছু জানিনা। তাই আপনার লেখাগুলো পড়ে অনেক কিছু জানতে পারলাম।

$ 0.00
3 years ago

আপনার যা বলে সঠিক,তবে এটাও তো সবার বুঝতে হবে।মানুষ যদি না বুঝে নিজের মন মতো চলে তাহলে তো সমস্যা।এজন্য জানার কোন শেষ নাই।

$ 0.00
3 years ago

মানুষ কখন কি করে সে নিজেই সেটা জানে না। মানুষ অভ্যাসের দাস ছোটবেলা থেকেতাকে যে কাজগুলো অভ্যাস করানো হবে এবং তার সামনে যে কাজগুলো করা হবে বড় হয়েছে সেগুলোই অনুসরণ করবে।

$ 0.00
3 years ago

তাই আমাদের সকলের উচিত বাচ্চাদের সামনে এমন কিছু না করা যাবে তার মনের উপরে প্রভাব পড়ে। দেখ লেখক কে স্বাগত জানাই সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

$ 0.00
3 years ago

আশা করি যারা বিষয়টি জানেন না তারা এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবে এবং এই আর্টিকেলটি যে গল্প সেটা বাচ্চাদের কাছে শোনাতে পারবে।

$ 0.00
3 years ago

This post is about old dream. Dream is the most important part of our sleep. Every person has own old dream.

$ 0.00
3 years ago

কোন সবাই দেখে। কারো স্বপ্ন বাস্তবে রূপ পায় কারো স্বপ্ন পাইনা। তাই বলে জীবন থেমে থাকে না। জীবন জীবনের মতো চলে যায়।

$ 0.00
3 years ago

সবাই তো স্বপ্ন দেখতে ভালবাসে। আমিও স্বপ্ন দেখি। জীবনে প্রতিষ্ঠিত হয়ে অনেক ভালো কিছু করার।

$ 0.00
3 years ago

ভালোই লাগলো। অনেক তথ্যবহুল পোস্ট। ধন্যবাদ।

$ 0.00
3 years ago