সেদিন চৈত্র মাস ছিল না।
গ্রীষ্মের প্রচন্ডতা উপভোগের পর পৃথিবী তখন বৃষ্টির ছোয়ায় সজীবতা ফিরে পেতে শুরু করেছে মাত্র।
তারিখটা ৯ জুন।
সেদিন চৈত্র মাস না হলেও প্রহর শেষের আলোয় রাঙা বর্ষার দিনটিতে তার চোখে আমার সর্বনাশ ঠিকই দেখতে পেয়েছিলাম। সে গল্প না হয় অন্যদিন করা যাবে। আজ শিকেয় তোলা থাক......
১৭ বছরের কিশোরী থেকে আজ ২১ বছরের প্রাপ্ত বয়স্কা......৪ বছর তার সাথে আছি কিন্তু আমার পাগলামো কমেনি। এজন্য নতুন রিলেশন মনে হয়, নিব্বি এসব মন্তব্যের মাত্রাও অসংখ্য।
যাই হোক, সেই সব পাগলামোর ধারাতেই যখন তাকে বিদায় জানাতে হয় প্রতি বারই মন খারাপ থেকে বড় সড় রকমের কান্নার নাটক মঞ্চস্থ করি।
আজ খুব করে নিজেকে উপস্থাপন করতে ইচ্ছা হল। তাই এই দ্বৈত দোষ-গুণ নিয়ে একটা ইলাস্ট্রেশন করে ফেললাম।
খুব কম সময় নিয়ে করেছি। আজ কাল ধৈর্য বস্তুটা আমার আসেনা। তাই ভুলগুল নিজগুণে ক্ষমা করবেন😁
ধন্যবাদ (আমার এত বকবকানি সহ্য করার জন্য)
Amazing