কতোগুলো বছর তোমার মুখে "মৃন্ময়ী" ডাকটা শুনিনা অনিমেষ! সখ করে দিয়েছিলে তুমি আমায় নামটা !
অনি...আবার একটাবার ডাকবে আমায় সেই নাম ধরে? চোখ বুজার আগে কেবল একটাবার.....???
এই ব্যস্ত শহরে কোন এক ফিকে সন্ধ্যায়, তোমার সেই পুরোনো ঠিকানায় ফিরে আবার একটাবার... ?? -ইতি তোমার 'মৃন্ময়ী'!
এলিট দাস গুপ্তর এই কবিতাটাকে ভালবেসে এবার "মৃন্ময়ী" নামেই লোগো ডিজাইন করে ফেললাম। অবশ্য নামটার প্রতি ভালবাসা আরো আগে থেকে। হুমায়ুন আহমেদের সেই "মৃ" বা "মৃন্ময়ী" যার নিজের নামের সাথে ঘামে ভেজা শার্টের গন্ধ পেত।
সেই দুর্বলতায় এলিট দাসের "২২ বছর পর" কবিতা প্রাণ ঢেলেছে। শেষমেষ আমিও কিছুটা প্রাণ সঞ্চারে ব্যাস্ত হলাম। কতটা করতে পারলাম জানিনা তবে ভালবাসাটা আরো গাঢ় হয়েছে।
মৃন্ময়ী নামটার সাথে সাক্ষাৎ এখনো শেষ হয়নি। সবচেয়ে চমৎকার গল্পটিই অধরা রয়ে গিয়েছে......রবীন্দ্রনাথের "সমাপ্তি"।
লোগোটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না 😎 আর কোন সাজেশন থাকলে অবশ্যই শেয়ার করবেন।
ধন্যবাদ 😊
Apni ato romantic Kno?? 😯