মৌনতা

2 17
Avatar for Tabassum2014
4 years ago

সবসময় মৌনতা থাকা কি ঠিক? না, ঠিক না।ইতিহাস সাক্ষী, পৃথিবীতে সবচেয়ে বেশি বিপত্তি এইজন্য এসেছে কারন সময় অনুযায়ী মানুষ প্রতিবাদ করেনি। মৌন ধারণ করেছিল। যদি মৌন থাকাকে অস্ত্র হয়ে থাকে তাহলে সেটা সময় অনুযায়ী ব্যবহার করাটাও আবশ্যক। যদি অকারণে সবসময় মৌন থাকা হয় তাহলে আমাদের ভেতরের খারাপ চিত্ত সেটাকে আমাদের সহমত হিসেবে নেয়। তারপর সেটা ধীরে ধীরে অভ্যাসে পরিনত করবে। এরপর নিজেদের ব্যক্তিত্বটা একজন সাধারণ মনুষ্যত্ব থেকে পাষানের মতো হয়ে যাবে কথা জমতে জমতে। তাই মুখের কথা আবশ্যকতা অনুযায়ী সদ্ব্যবহার করা উচিৎ। কথাকে কখন বশে আনতে হবে এবং কখন চুপ থাকতে হবে, এসবের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা বোঝা যে, কখন নিজের এই মৌনতাটা ভাঙতে হবে।

4
$ 0.00
Avatar for Tabassum2014
4 years ago

Comments

Onek sondor hoice... Thank you very much.. Likhe Jan pase achi

$ 0.00
4 years ago

Nice article..!!!! Onek valo likhcen...thank you....... amader sathe share korar jonno...☺☺

$ 0.00
4 years ago